• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু
রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিল  
দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিল।  শনিবার (২৬ অক্টোবর)  উপজেলার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে চারটি বুথের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। সকালের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে প্রথম দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি ছিল বেশ ভালো। কাউন্সিলে উপজেলার আটটি ইউনিয়ন বিএনপির ৫৬৮ জন সদস্য ভোটার হিসেবে তাদের ভোট প্রদান করছেন।  উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার কাজী রবিউল ইসলাম রবি জানান, আনুমানিক গত ২০০১ সালে সর্বশেষ উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিলো। এরপর ২০২৪ সালে অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকালে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে বেলা ১১টার সময় ভোট গ্রহণ শুরু করা হয়েছে যা চলবে বিকেল ৩টা পর্যন্ত। কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি পদে এস এম আল ফারুক জেমস ও আলহাজ মো. এছাহক আলী, সাধারণ সম্পাদক পদে মোসারব হোসেন, এস এম জাকির হোসেন ও এমদাদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে কাজী সাহাবুল ইসলাম, মেজবাউল হক লিটন, সাখোয়াত হোসেন, রুবেন চৌধুরী ও মতিউর রহমান উজ্জ্বল প্রতিদ্বদ্বীতা করছেন। আরটিভি/এএএ 
নওগাঁয় বজ্রপাতে যুবক নিহত, আহত ২
ঘড়ি ছাড়াই সময় বলে দেন বৃদ্ধ
রাণীনগরে বগি লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
‘বরেন্দ্র এক্সপ্রেসের’ ২ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
নওগাঁয় কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
নওগাঁর রাণীনগরে পুকুর খননের সময় মাটির ভেতর থেকে প্রায় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়েছে।  রোববার (১৯ মে) সকালে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল বাজার থেকে মূর্তিটি উদ্ধার করে থানা পুলিশ।  পুলিশ বলছে, এটি লক্ষ্মী-নারায়ণের কষ্টিপাথরের মূর্তি। এর ওজন ১৪ কেজি ৭০০ গ্রাম। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে উপজেলার রাতোয়াল গ্রামে শুকবর নামে এক ব্যক্তির পুকুর সংস্কার করা হয়। ওই পুকুর থেকে রাতোয়াল বাজারে জায়গা ভরাটের জন্য একজনের কাছে মাটি বিক্রি করা হয়েছে। রোববার সকালে পুকুরের মাটি শ্রমিকরা সমান করতে লেগে লক্ষ্মী-নারায়ণ মূর্তি বের হয়। এ সময় বিষয়টি স্থানীয়রা জানতে পেরে থানা পুলিশকে জানায়।  খবর পেয়ে সকাল ৮টায় রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করেন। রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যার মূল্য আনুমানিক কোটি টাকা হবে। আইনি প্রক্রিয়া শেষে মূর্তিটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
রাণীনগরে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নওগাঁর রাণীনগরে গলায় রশি পেঁচানো অবস্থায় নয়ন চন্দ্র পাল (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আতাইকুলা পালপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।  নয়ন পাল আতাইকুলা পালপাড়া গ্রামের মৃত নিধুবন পালের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। তার পরিবারের দাবি- নয়ন পাল বেশকিছু দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সেই কারণে হয়তো আত্মহত্যা করেছেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নয়ন। এরপর রাতে কোন এক সময় তিনি বাড়ির বাহিরে যান। সোমবার সকাল ৬টার দিকে তার পরিবার ও স্থানীয়রা বাড়ির সামনে আম গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো ফাঁস দেওয়া অবস্থায় নয়ন পালকে ঝুলতে দেখেন। এরপর ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়। রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নয়নের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নওগাঁয় হাঁস ডাকাতি, ঢাকায় ধরা
নওগাঁর রাণীনগরে খামার থেকে ৫০০ হাঁস ডাকাতির ঘটনায় ঢাকা থেকে হাঁস উদ্ধার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাকসহ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় রাণীনগর থানা পুলিশ হাঁসগুলো উদ্ধার করেন। এর আগে বৃহস্পতিবার রাতে রাণীনগর উপজেলার ভাটকৈ এলাকায় ফসলের মাঠে অস্থায়ী খামারে খামারিদের হাত-মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ৫-৬ জন ডাকাত খামার থেকে ৫০০ হাঁস, ৬০০ ডিম ও ২টি মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার খাস নওগাঁ মফিজপাড়ার শামছুল আলমের ছেলে হিমেল প্রাং (২৫), মান্দা উপজেলার পারশিমলা গ্রামের ইউনুছ আলীর ছেলে সাকিবুল রহমান রনি ওরফে ময়নুল (২৫), পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার বেজার গ্রামের এরশাদুল হকের ছেলে আব্দুল আহাদ (২৮) ও ট্রাকচালক সদর উপজেলার ছোট কুমিড়া গ্রামের হানিফ মন্ডলের ছেলে রহিদ মন্ডল (২২)। রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, সিরাজগঞ্জের তারাশের খামারি রাশেদুল ইসলাম রাণীনগরের ভাটকৈ এলাকায় ৭০০ থেকে ৮০০ হাঁসের একটি অস্থায়ী খামার গড়ে তোলেন। সেই খামারে তিনজন লোকও থাকতেন। বৃহস্পতিবার রাতে ওই তিনজন খামারিদের বেঁধে রেখে ডাকাত দলের সদস্যরা খামার থেকে ৫শ’ হাঁস, ৬শ’ ডিম ও দুইটি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় খামারের মালিক শুক্রবার রাণীনগর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রাণীনগর থানা পুলিশ হাঁসগুলো উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। শুক্রবার প্রথমে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আব্দুল আহাদকে গ্রেপ্তারসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেন। এরপর তার দেওয়া তথ্যমতে- ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় হাঁসগুলো উদ্ধার করা হয়। এ সময় একটি মিনি ট্রাক ও জড়িত হিমেল, ময়নুল ও ট্রাকচালক রহিদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। শনিবার দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।