• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
টঙ্গীতে জোড় ইজতেমার তৃতীয় দিনের বয়ান চলছে
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তা কর্মী নিহত, ৪ বাসে আগুন
গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় চারটি বাসে আগুন দিয়েছেন উত্তেজিত জনতা। বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামে একটি কারখানার নিরাপত্তা কর্মী মুন্নাফ মালিথার (৪৫) মৃত্যুর খবরে বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দেয়।  শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার খবরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলে ইট ছোড়ে উত্তেজিত জনতা। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বাসে আগুন দেওয়ার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস ডেলিভারি হোস খুলে পানি দেবে, এ সময় পাবলিক অ্যাটাক করে। তাই ফায়ার কাজ করতে পারেনি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অবস্থান করছে। আমরা শুনেছি ২-৩টি বাসে আগুন দেওয়া হয়েছে। এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর তারগাছ এলাকায় স্থানীয় অনন্ত ক্যাজুয়েল গার্মেন্টসের এক নিরাপত্তা কর্মী মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই নিরাপত্তা কর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে খবর ছড়ায়। পরে উত্তেজিত জনতা ও কয়েকটি কারখানার শ্রমিকরা কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে। এতে করে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের বাধার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আরটিভি/এমকে
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
টঙ্গীর জোড় ইজতেমায় এক মুসল্লির মৃত্যু
গাজীপুরে কারখানা মালিকের ছেলের ওপর হামলা, বিজিএমইএর নিন্দা
তুরাগ তীরে জুবায়েরপন্থীদের ৫ দিনের ‘জোড় ইজতেমা’ শুরু
ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ, হুমকির মুখে ফসলি জমি
গাজীপুরের কালিয়াকৈর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তিন ফসলি জমিতে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। ইটভাটাগুলোতে কয়লার পরিবর্তে জ্বালানি হিসাবে পোড়ানো হচ্ছে শত শত মণ কাঠ। এতে পরিবেশ বিপন্ন হচ্ছে এবং শত শত হেক্টর কৃষি জমি হুমকির মুখে পড়েছে। অসাধু ব্যবসায়ীদের যোগসাজশে রাতের আঁধারে কৃষি জমির মাটি নিয়ে যাচ্ছে ওইসব ইট ভাটায়। ফলে কৃষি জমির পরিমাণ কমছে, তেমনি দূষণের শিকার হচ্ছে পরিবেশ। শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে এমনি চিত্র দেখা যায়।  এলাকাবাসী, উপজেলা প্রশাসন ও ইটভাটা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার তিন ফসলি জমি গিলে খাচ্ছে ইটভাটাগুলো।  উপজেলায় প্রায় ৩০টি ইটভাটা গড়ে উঠেছে এসব তিন ফসলি জমিতে। ইটভাটাগুলোর বেশির ভাগেরই লাইসেন্স নেই। লাইসেন্স থাকলেও করা হয়নি নবায়ন। তারা আইনকানুনের তোয়াক্কা না করে অবাধে কাঠ পোড়াচ্ছে। কৃষকের অভাবের সুযোগ নিয়ে মাটি কিনে নিচ্ছে ওইসব ভাটার মালিকরা। এতে উর্বরতা হারাচ্ছে কৃষিজমি। এদিকে ইটভাটার আশপাশে রয়েছে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান। যার ফলে প্রতিনিয়তই অসুস্থ হয়ে পড়ছে শিশু ও শিক্ষার্থীসহ নানা বয়সের মানুষ।  মাওনা-ধামরাই আঞ্চলিক সড়কের পাশেই মহরাবহ এলাকায় অনুমোদনহীন মেসার্স লামিয়া মোল্লা ব্রিকস ইটভাটায় গিয়ে দেখা যায়, ইটভাটাতে প্রকাশ্যেই কাঠ পোড়ানো হচ্ছে। মেসার্স এমজিবি ব্রিকসেও পোড়ানো হচ্ছে কাঠ। ইটভাটা দুটি গাজীপুর সদর কোনাবাড়ী এলাকায় অবস্থিত ছিল। সেখানে উচ্ছেদ অভিযানে ভেঙে দিলে পরে উপজেলায় এসে তিন ফসলি জমিতে পুনরায় গড়ে তোলা হয়েছে এ দুটি ইটভাটা। এদিকে মেসার্স টিএসবি ব্রিকসেরও একই অবস্থা। মেসার্স এস এম ন্যাশনাল ব্রিকস, মেসার্স একতা ব্রিকস, মেসার্স সততা ব্রিকস-১, মেসার্স এসবিসি ব্রিকস, মেসার্স বড়ইবাড়ী ন্যাশনাল ব্রিকস, মেসার্স সততা ব্রিকস-২, মেসার্স এসএমবি ব্রিকস-১ ও ২, মেসার্স কেবিএম ব্রিকস, মেসার্স পাঁচ তারা এন্টারপ্রাইজ ব্রিকস, মেসার্স এসকিউবি ব্রিকস, মেসার্স বিএসএম ব্রিকস, মেসার্স জাফর আলী অটো ব্রিকসসহ উপজেলায় তিন ফসলি জমিতে গড়ে উঠেছে অসংখ্য অনুমোদনহীন ইটভাটা। এসব ইটভাটায় প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ। এসব ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়ার কারণে নষ্ট হচ্ছে ফসলি জমিসহ আশপাশের পরিবেশ। স্থানীয়রা শ্বাসকষ্ট ছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাদের অভিযোগ, এসব অবৈধ ইটভাটা জেলা পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যোগসাজশে চলছে। আবার অনুমোদন ছাড়াই বছরের পর বছর ইট পুড়িয়ে যাচ্ছেন অবৈধ ইটভাটার মালিকরা। এতে একদিকে কৃষিজমির পরিমাণ কমছে, অন্যদিকে দূষণের শিকার হচ্ছে পরিবেশ। বেশির ভাগ ইটভাটায় ১২০ ফুট উচ্চতার চিমনির বদলে ব্যবহৃত হচ্ছে স্বল্প উচ্চতার চিমনি যা আইনগতভাবে নিষিদ্ধ। ইটভাটার ধুলা ও কালো ধোঁয়ায় আশপাশের বাড়িঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। চর্মরোগ, শ্বাস কষ্টসহ নানা অসুখে ভুগছে মানুষ। কালিয়াকৈর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম আরজু জানান, কোনো কৃষি জমির মাটি ভাটায় নেওয়া হয় না। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী ভাটা চলে। কেউ যদি কাঠ পুড়িয়ে থাকে তার দায়ভার মালিক সমিতি নিবে না।  কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ জানান, অবৈধ ইটভাটার তালিকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। খুব দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। কৃষি জমির মাটি কেটে নিচ্ছে বিষয়টি আমার জানা নেই। খোজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আরেফিন বাদল বলেন, যেসব ভাটা সরকারিভাবে অনুমোদিত ওইসব ভাটায়, কিন্তু কাঠ পোড়ানোর সুযোগ নেই। যারা কাঠ পোড়াচ্ছে নিশ্চয়ই তারা অবৈধভাবে কোনো উপায় অবলম্বন করছে। এ ধরনের ইটভাটার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এএএ   
আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
গাজীপুরে ১০ বছর আগে বিস্ফোরক আইনে করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় করা তিনটি মামলা থেকে তিনি অব্যাহতি পেলেন। একই মামলায় গাজীপুর মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদ হাসান রাজুসহ বিএনপি-জামায়াতের ৬০ নেতাকর্মী অব্যহতি পেয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক রেহেনা আক্তার এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগ এনে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হাসেম মামলাটি করেন। এজাহারে নাম না থাকলেও অভিযোগপত্রে তারেক রহমানকে আসামি করা হয়। মামলায় আটজন সাক্ষী সাক্ষ্য দেন। দীর্ঘ ১০ বছর শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। অভিযোগপত্রে বলা হয়, দেশব্যাপী অবরোধ চলাকালে বিএনপি-জামায়াত শিবিরের ৫০-৬০ জন নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে তৎকালীন জয়দেবপুর থানার সাইনবোর্ডে কুলিয়ারচর গার্মেন্টসের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করেন। এতে বাসটিতে আগুন ধরে যায়। গাজীপুর আদালতের বিএনপিপন্থি আইনজীবী ড. সহিদউজ্জামান বলেন, এজাহারে তারেক রহমানের নাম ছিল না। আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের পরামর্শে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এ মামলার অভিযোগপত্রে তারেক রহমানকে জড়ানো হয়েছিল। আরটিভি/এএএ
শ্রীপুরে মামার ছুরিকাঘাতে ভাগনে নিহত
গাজীপুরের শ্রীপুরে মামা রনির বিরুদ্ধে ভাগনে শাহরিয়ারকে (১৯) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর পালিয়েছে মামা।  বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (লিচু বাগান) এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার শিকার শাহরিয়ার নেত্রকোণার আটপাড়া উপজেলার চারকাতিয়া গ্রামের ললিত মিয়ার ছেলে। তিনি লিচুবাগান এলাকার মুনমুনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় প্যারামাউন্ট পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতেন। অভিযুক্ত মামা রনি (২৮) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের হুসেন আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, দুপুরে মামা রনি ও ভাগনে শাহরিয়ার ঘরে কথা বলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এ সময় ভাগনে শাহরিয়ার ঘর থেকে বাহিরে আসে। পরে মামা রনি বাহিরে এসে ভাগ্নের সঙ্গে আবার তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে মামা ভাগনে কে একাধিকবার ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। নিহতের স্বজনেরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আরটিভি/এএএ/এস
শ্রীপুরে ম্যাট্রেস কারখানার গুদামে আগুন, মালামাল পুড়ে ছাই
গাজীপুরের শ্রীপুরে একটি ম্যাট্রেস কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড (মাওনা চৌরাস্তা) এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় ম্যাট্রেস কারখানার গুদামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। শ্রীপুরে মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহামুদুল হাসান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ করে কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গুদামে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। আগুন মুহূর্তেই পুরো গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কারখানা মালিক পারভেজ বলেন, তিনি পাঁচতলা ভবনের নিচতলা ভাড়া নিয়ে ম্যাট্রেস তৈরির কারখানা পরিচালনা করে আসছেন। আগুনে তার সহায় সম্বল শেষ হয়ে গেছে। আবার ঘুরে দাঁড়াতে পারব কি না জানি না। আরটিভি/এএএ 
গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় নারী শ্রমিক নিহত
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানচাপায় নারী পোশাক শ্রমিক হেলেনা আক্তার (২৫) নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ওই মহাসড়কের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার হাসিন সোয়েটার কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত হেলেনা আক্তার সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার লামাপারকুল গ্রামের আজাদুর রহমানের স্ত্রী। তিনি মুলাইদ এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় হাসিন সোয়েটার পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতেন। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, দুপুরে মধ্যাহ্ন বিরতির সময় নারী পোশাক শ্রমিক হেলেনা আক্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কাভার্ডভ্যানচাপায় তিনি আহত হলে স্থানীয়দের সহায়তায় স্বজনেরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান জব্দ করে নিয়ে আসে। কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এএএ/এস
বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স কারখানার প্রায় চার হাজার শ্রমিকদের বকেয়া বেতন ও হাজিরা বোনাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। ওই মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করছে।  শ্রমিক সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স কারখানায় প্রায় চার হাজার শ্রমিক রয়েছে। বিগত তিন মাস ধরে  শ্রমিকদের বেতন বন্ধ রয়েছে। এ দাবি নিয়ে আরও কয়েকবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। কারখানার কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেতন পরিশোধ করার আশ্বাস দিলে মহাসড়ক থেকে সরে যায়। কিন্তু কতৃপক্ষ বুধবার (২৭ নভেম্বর) রাতে হঠাৎ করে মেসেজ দিয়েছেন বৃহস্পতিবার বেতন পরিশোধ করা সম্ভব নয়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এ সময় মহাসড়কের দুপাশে বিশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা। শ্রমিকরা জানিয়েছেন, কারখানার কর্তৃপক্ষ বারবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও বেতন পরিশোধ করছে না।  এ সময় আশেপাশে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে কারখানার নিরাপত্তার জন্য সকাল থেকেই কারখানার ভেতরে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।