তাবলীগ জামাতের সাদপন্থী ও জোবায়ের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজের আগে কুড়িগ্রাম জেলার সচেতন ছাত্র সমাজের আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সচেতন ছাত্র সমাজের পক্ষে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইসমাইল হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান, ছাত্রনেতা ইফতে খাইরুল, কারমাইকেল কলেজের শিক্ষার্থী আমান প্রমুখ।
বক্তারা বলেন, তাবলীগ জামাত মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াহ কার্যক্রমের অন্যতম মাধ্যম। সাম্প্রতিক বছরগুলোতে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষে রূপ নিয়েছে যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। এই পরিস্থিতি শুধু তাবলীগ জামাতেরই ক্ষতি করছে না, বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্দ্যকেও প্রশ্নবিদ্ধ করছে।
তারা একে অপরের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক বক্তব্য বা কার্যক্রম থেকে বিরত রাখা এবং ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। তা না হলে, পূর্বে স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ছাত্র সমাজ ও সচেতন নাগরিকদের নিয়ে আরও জোরালোভাবে পালন করা হবে বলে হুমকি দেন তারা।
আরটিভি/এএএ/এস