• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
ইজিবাইক চালক হত্যা, কারাগারে সাবেক রেলমন্ত্রী
আলাদা জীবন পেল জোড়া লাগানো দুই বোন নুহা ও নাবা
মেরুদণ্ডে জোড়া লাগানো অবস্থায় জন্ম নিয়েছিল কুড়িগ্রামের পরিবহন শ্রমিক আলমগীর হোসেন রানার দুই মেয়ে নুহা ও নাবা। তাদের শরীরের পেছন ও নিচের দিক এমনকি দু’জনের পায়ুপথও ছিল একটি। জন্মের ১৪ দিনের মাথায় জোড়া লাগা শিশু দুটিকে হাসপাতালে ভর্তি করান তাদের বাবা। সবাই ভেবেছিল তাদের দু’জনের জীবন জোড়া লাগানো অবস্থায় থেকে যাবে। তবে আটটি সফল অপারেশনে প্রায় ৩২ মাস পর পৃথক জীবন নিয়ে বাড়ি ফিরেছে তারা। জানা গেছে, ২০২১ সালের ২২ মার্চ কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের শিবরাম খামার এলাকার আলমগীর-নাসরিন দম্পতির ঘরে জন্ম হয় জোড়া লাগানো দুই মেয়ের। নুহা ও নাবার জন্মের ১৪ দিন বয়সে জোড়া লাগা অবস্থায় চিকিৎসকদের সহযোগিতায় তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করান বাবা আলমগীর। পরিবহন শ্রমিক আলমগীর হোসেন রানা পক্ষে তাদের চিকিৎসার খরচ বহন করা সম্ভব ছিল না। দুই সন্তানের চিকিৎসায় পরিবহনের চাকরি হারানোর পাশাপাশি নিজের জমিটুকু বন্ধক রাখতে হয়েছে তাকে। এরপর জোড়া লাগানো নুহা ও নাবার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তাদের চিকিৎসায় এগিয়ে আসেন সরকার, হাসপাতাল কর্তৃপক্ষ ও দানশীল ব্যক্তিরা। তাদের চিকিৎসায় খরচের প্রায় অর্ধকোটি টাকার বেশির ভাগই ব্যয় করেছে এসব মাধ্যম। আটটি সফল অপারেশনে প্রায় ৩২ মাস পর চলতি বছরের ২৫ নভেম্বর পৃথক জীবন নিয়ে বাড়ি ফিরেছে তারা। রোববার (১ ডিসেম্বর) সরেজমিনে নুহা ও নাবার বাড়িতে যেয়ে দেখা যায়, নিজ বাড়িতে ফিরে এসে যেন পেয়েছে আলাদা এক জীবন পেয়েছে হাসপাতালের ভিআইপি কেবিনে বেড়ে ওঠা দুই শিশু। কখনও বাবার দুই হাত ধরে হেঁটে বেড়ানো আবার কখনও দুই কোলে উঠে বসছে তারা। যমজ দুই সন্তানের মুখে আলাদা আলাদাভাবে খাবার তুলে দিচ্ছেন তাদের মা নাসরিন বেগম। দেখে বোঝার উপায় নেই যে মেরুদণ্ডে জোড়া লাগানো অবস্থায় জন্ম হয়েছিল তাদের। শিশু নুহা ও নাবার বাবা আলমগীর হোসেন রানা জানান, তার জমিটুকু বন্ধক রাখতে হলেও সন্তান সুস্থ হয়ে বাড়ি ফেরায় খুশি তিনি। তার সন্তানদের চিকিৎসায় এগিয়ে আসা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি জানান, নুহা ও নাবার অপারেশন সফল হলেও তাদের মূত্রনালি এখনও স্থাপন করা হয়নি। আরও একটি অপারেশনে দেশবাসীকে পাশে থাকার অনুরোধও জানান তিনি। আলমগীর হোসেন জানান, সন্তানের চিকিৎসা করাতে গিয়ে পরিবহনের চাকরি হারিয়েছেন তিনি। বর্তমানে শিশু দুটির পিছনে প্রতিমাসে প্রায় ১৫ হাজার টাকা খরচ করতে হচ্ছে। তাছাড়া হাতে কাজও নেই। এজন্য নুহা-নাবাকে পুরোপুরি সুস্থ করে তোলার জন্য দেশবাসীর সুদৃষ্টি কামনা করেন তিনি। আরটিভি/এসএপি
ফের যেন রাজপথে নামতে পারি সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস
হিলিতে বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম
পঞ্চগড়ে কনকনে শীত, তাপমাত্রা নামল ১০.৫ ডিগ্রিতে
আর কোনো শিল্পী যেন আমার মতো ভুক্তভোগী না হন: বেবী নাজনীন
শহীদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, যারা নিয়মিত খেলাধুলা করে তাদের মন এবং শরীর উভয়েই ভালো থাকে। আর যাদের শরীর ও মন ভালো থাকে তারা মাদক গ্রহণ করে না। সুতরাং মাদকমুক্ত সুস্থ জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজিত শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, আমরা এই বিশ্ববিদ্যালয়কে শতভাগ মাদকমুক্ত রাখবো। সব ধরনের খেলাধুলা চালু থাকবে। খেলাধুলার জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও বিশেষ অবদান রাখবে। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকলকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছেড়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে পরামর্শদানের জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের পিতা মো. মকবুল হোসেন টুর্নামেন্টের উদ্বোধন করেন।  শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বাধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মো. ইলিয়াছ প্রামাণিক প্রমুখ।  পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আব্দুল্লাহ-আল মাহবুব খেলোয়ারদেরকে শপথ বাক্য পাঠ করান। আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ অংশগ্রহণ করে। এ বছর টুর্নামেন্টে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও পৃথক দলে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন। উদ্বোধনী খেলায় বাংলা এবং ইতিহাস বিভাগের ছাত্রীরা অংশ নিয়েছে। আরটিভি/এমএ
ভারতে পালিয়ে স্বৈরাচার হাসিনা গভীর ষড়যন্ত্রে মেতেছেন: সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছে। তিনি আগে বলতেন, বিরোধীদল বিদেশের দিকে তাকিয়ে আছে। এখন তনি সবার হাত পা ধরছেন। কিন্তু দেশের মানুষ আর কখনও ফ্যাসিস্ট শাসনে ফিরে যেতে চাই না। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণসংলাপে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলার পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে জোনায়েদ সাকি বলেন, দেশে গণতন্ত্র কায়েম করতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন করে সংবিধানের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে নির্বাচন নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, রংপুরের বীর সন্তান আবু সাঈদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ১৬ বছরের ভয় ও ত্রাসের রাজত্ব ভেঙে দিয়েছে। মানুষকে উপহার দিয়েছে মুক্ত একটি দেশ। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সাকি বলেন, দেশে রাজনৈতিক শক্তি গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে। এ ছাড়াও ছাত্র-জনতার অভ্যুত্থান যাতে বেহাত না হয়, এজন্য সকলকে ঐক্যবদ্ধ শক্তি গড়ে তোলার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের এই নেতা। ‘পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই’ এই স্লোগানে সংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখা। সংগঠনটির বিভাগের আট জেলার নেতাকর্মীরা এতে অংশ নেন। সংলাপে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ কৃষক মজুর সংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আন্দোলনের রংপুর জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান প্রমুখ। আরটিভি/এমকে/এস
সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি 
কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ব্যবসায়ীদের সংগঠন আমদানি ও রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  শনিবার (৩০ নভেম্বর) সকালে সোনাহাট স্থলবন্দরে সংগঠনটির কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।  এতে ব্যবসায়ী ইফতে খাইরুল ইসলাম শ্যামাকে আহ্বায়ক, আবুল হোসেন ব্যাপারীকে যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী ইছাহাক আলীকে সদস্য সচিব করে ৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।  অন্যান্য সদস্যরা হলেন- সাইফুর রহমান, আবু হেনা মাসুম, কবির হোসেন, শফিকুল ইসলাম, মোজাহারুল ইসলাম ও এরশাদুল হক। এর আগে গেল বুধবার নিয়মিত কমিটির মেয়াদ শেষ হলে তা ভেঙ্গে দেওয়া হয়।  কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের একই স্থানে সমাবেশের ডাক দিলে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারী করে প্রশাসন। এই আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে সকল দ্বন্দ্ব নিরসন হবে বলে ধারণা ব্যবসায়ীদের। আরটিভি/এএএ  
জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল বৃদ্ধের
দিনাজপুরের বোচাগঞ্জে জানাজায় যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মো. হোসেন আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় নারী, শিশু ও অটোরিকশার চালক আহত হয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) সকালে বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুলতানপুর আমতলী বাজারের পাশে কহতা গোস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হোসেন আলী কাহারোল উপজেলার গুলিয়ারা গ্রামের বাসিন্দা। বোচাগঞ্জ থানা পুলিশ জানায়, মো. হোসেন আলী অটোরিকশায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় একটি জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ইউনিয়নের সুলতানপুর আমতলী বাজারের পাশে কহতা গোস্থানের সামনে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কাঁঠাল গাছে ধাক্কা দেয়। এতে মো. হোসেন আলীসহ অটোরিকশারচালক ও অন্য দুজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. হোসেন আলীকে মৃত ঘোষণা করেন। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।  আরটিভি/এএএ  
হিলিতে জেঁকে বসেছে শীত
উত্তরের জনপদ দিনাজপুর। হিমালয়ের নিকটবর্তী হওয়ার কারণে এই জেলাতে শীত জেঁকে বসেছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বিকেল থেকে ভোর রাত পর্যন্ত ঘন কুয়াশার কারণে ধীরগতিতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে সকল প্রকার যানবাহন।  শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ট্রাক চালক ইশহাক বলেন, ঘন কুয়াশার কারণে রাতে একটু সমস্যা হয়। এর পরেও ধীর গতিতে চলাচল করছি। তবে কয়েক দিনের তুলনায় একটু কুয়াশা কমেছে। তবে শীতের প্রকোপ কমেনি।  দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য মতে, শনিবার সকাল ৯টায় দিনাজপুরের হিলিতে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ২ কিলোমিটার।  আরটিভি/এএএ  
হিলিতে কমেছে পেঁয়াজের দাম
একদিনের ব্যবধানে আবারও কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। হিলির খুচরা বাজারে কেজিপ্রতি ৫ টাকা কমে ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে; যা শুক্রবার বিক্রি হয়েছিল ৭০ টাকায়। অন্যদিকে আলুর দাম অপরিবর্তিত রয়েছে। ভারতীয় আলু ৬০ টাকায় এবং দেশি আলু ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  শনিবার (৩০ নভেম্বর) সকালে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।  এদিকে সরবরাহ বেশি এবং ক্রেতা কম থাকায় কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।  হিলি কাস্টমসের তথ্যমতে, গত বৃহস্পতিবার ভারতীয় ৫৫ ট্রাকে ১ হাজার ৫২০ মেট্রিকটন আলু এবং ১৩ ট্রাকে ৩৮০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।  আরটিভি/এএএ-টি