• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo
অন্যায় ঠেকাতে জেলা-উপজেলায় গ্রুপ করা হবে: সারজিস
তাবলীগ জামাতের সংকট নিরসনের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন
তাবলীগ জামাতের সাদপন্থী ও জোবায়ের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজের আগে কুড়িগ্রাম জেলার সচেতন ছাত্র সমাজের আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সচেতন ছাত্র সমাজের পক্ষে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইসমাইল হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান, ছাত্রনেতা ইফতে খাইরুল, কারমাইকেল কলেজের শিক্ষার্থী আমান প্রমুখ। বক্তারা বলেন, তাবলীগ জামাত মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াহ কার্যক্রমের অন্যতম মাধ্যম। সাম্প্রতিক বছরগুলোতে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষে রূপ নিয়েছে যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। এই পরিস্থিতি শুধু তাবলীগ জামাতেরই ক্ষতি করছে না, বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্দ্যকেও প্রশ্নবিদ্ধ করছে। তারা একে অপরের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক বক্তব্য বা কার্যক্রম থেকে বিরত রাখা এবং ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। তা না হলে, পূর্বে স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ছাত্র সমাজ ও সচেতন নাগরিকদের নিয়ে আরও জোরালোভাবে পালন করা হবে বলে হুমকি দেন তারা। আরটিভি/এএএ/এস
পঞ্চগড়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
পঞ্চগড়ে শহীদ সাগরের নামে সড়কের নামকরণ
হিলিতে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু
সীমান্তে আর কোনো লাশ ঝুললে কাঁটাতার অভিমুখে মার্চ: সারজিস
তাপমাত্রা বেড়েছে পঞ্চগড়ে, কমেনি শীতের প্রকোপ
২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা বেড়েছে পঞ্চগড়ে। তবে উত্তরের হিমেল হাওয়া অব্যাহত থাকায় কমেনি শীতের প্রকোপ।  বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশায় ঢাকা পথঘাট। শীতের কারণে খেটে খাওয়া মানুষদের দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে কেটে গিয়ে তাপমাত্রা বাড়লেও শীতের প্রকোপ এখনো কেটে যায়নি। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর আগে বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  আরটিভি/এমকে
সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর বেউরঝাড়ি সীমান্ত থেকে আটক বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বেউরঝাড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর ওই ব্যক্তিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গীর আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তের ওপারে ভারতের ৩০০ গজ ভেতরে বড়বিল্লা এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ। তার নাম শেখ আলীমুর রহমান (৩৮)। বাড়ি খুলনায়। তার বাবার নাম রহমান। বিজিবি সূত্রে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে বালিয়াডাঙ্গীর বেউরঝাড়ি সীমান্তের ৩৮০ নম্বর মূল পিলারের ৪ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করেন আলীমুর। পরে বিএসএফের ১৫২ বড়বিল্লা ক্যাম্পের টহল দল তাকে আটক করে নিজেদের ক্যাম্পে নেওয়া হয়। আটক আলীমুরকে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনার পর আজ সন্ধ্যা সাতটার দিকে ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পতাকা বৈঠক হয়। এতে অংশ নেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ ও ১৫২ বিএসএফের কমান্ড্যান্ট। পতাকা বৈঠক শেষে বেউরঝাড়ি শূন্যরেখা দিয়ে আটক আলীমুরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ গণমাধ্যমকে বলেন, আটকের খবর শুনে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। নিরলস চেষ্টার পর বিএসএফের হাতে আটক শেখ আলীমুরকে ফেরত আনতে পেরেছি। আরটিভি/এএএ 
শৈশবের বন্ধুদের সঙ্গে আনন্দ-আড্ডায় মির্জা ফখরুল, শোনালেন আবৃত্তি
ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন পর স্কুল বন্ধুদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরনো বন্ধুদের ফিরে পেয়ে কিছুক্ষণের জন্য শৈশবে হারিয়ে যান তিনি। শৈশবের স্মৃতি আওড়াতে গিয়ে আবেগে আপ্লুতও হন মির্জা ফখরুল। পরে বাল্যবন্ধুদের সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি আবৃত্তি করে শোনান।  বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় হাওলাদার হিমাগার লিমিটেড প্রাঙ্গণে শৈশবের বন্ধুদের আয়োজিত মিলনমেলায় অংশ নেন বিএনপি মহাসচিব। স্কুলজীবনের স্মৃতি হাতড়ে বিএনপি মহাসচিব বলেন, যখন স্কুলে পড়ি খুবই দুষ্টু ছিলাম। বখরান সাহেব ছিলেন আমাদের ক্যাপ্টেন। আমরা দুষ্টুমি করতাম আর ক্যাপ্টেন আমাদের নামে  প্রধান শিক্ষক রোস্তম আলী স্যারকে নালিশ করলেন। তার কিছুদিন পর হেড স্যার আমাদের সবাইকে ডেকে পাঠালেন। ঘরের ভেতরে লাইন করে দাঁড় করালেন এবং সবাইকে একটা করে বেত দিলেন। আমাদের সেই শৈশব ও স্কুলের জীবন আমি কখনোই ভুলতে পারি না।  সবসময় মনে হয়—সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম। স্মৃতিচারণ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পরে বন্ধুদের সঙ্গে রংপুরে একটি কাজে গিয়েছিলাম। রাতের বেলা কী করব? ঠিক করলাম সিনেমা দেখব। কিন্তু সিনেমা দেখার জন্য তখন আমাদের হাতে টিকিট ছিল না। তারপরও ভিড় ডিঙিয়ে টিকিটের ব্যবস্থা করে সিনেমা দেখেছি। এগুলো আমার কাছে এখনো মধুর স্মৃতি হয়ে আছে। আরটিভি/এএএ-টি 
লালমনিরহাটে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার 
লালমনিরহাটের হাতীবান্ধার চাঞ্চল্যকর এক কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি শাহরিয়ার নাফিসকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানার কুমকুমারি এলাকা থেকে র‍্যাব-৪ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তার শাহরিয়ার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।  র‍্যাব জানায়, গত বছর ১০ ফেব্রুয়ারি শাহরিয়ার কয়েকজন সঙ্গীসহ বাড়ি থেকে ওই কিশোরীকে অপহরণ করে। এর ৫ দিন পর কিশোরীর বাবা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। হাতিবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী বলেন, চাঞ্চল্যকর কিশোরী অপরহরণ মামলার প্রধান আসামি শাহরিয়ার নাফিসকে র‍্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আমরা ইতোমধ্যে তাকে আদালতে সোপর্দ করেছি। আরটিভি/এএএ 
ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে ধরা পাসপোর্ট অফিসের কর্মকর্তা
ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট ফারুক আহমেদকে ঘুষ লেনদেনের সময় আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার ঠাকুরগাঁও পৌর শহরের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক। জানা যায়, পাসপোর্ট সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন ফারুক। প্রথম কিস্তির ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি বিশেষ দল তাকে আটক করে। ভুক্তভোগী মেহজাবিন সরকার পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন, এতে ঘুষ চাওয়ার বিষয়টি দুদককে তিনি জানালে এই অভিযান পরিচালিত হয়। দুদক জানায়, ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের মামলা করা হয়েছে। এ ছাড়া তার ঘুষগ্রহণের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক বলেন, একজন ভুক্তভোগীর অভিযোগে আমাদের একটি গোপন দল সেই এলাকায় অবস্থান নেয়। পরে ভুক্তভোগীর কাছ থেকে টাকা নিতে এলে তাকে আমরা হাতেনাতে আটক করি। আরটিভি/এমকে
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ। মঙ্গলবার সন্ধ্যায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে। বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ। বিজিবি সূত্রে জানা গেছে, ওই সীমান্তের ৩৮০ নম্বর পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল বাংলাদেশি নাগরিক আলিমুল রহমান (৪৫)। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১৫২ নম্বর বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যান। এ ঘটনার পর ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। পরবর্তীতে বুধবার সকালে ওই সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনও আটক বাংলাদেশি নাগরিককে ফেরত দেয়নি বিএসএফ।   স্থানীয়রা জানান, আটক আলিমুল রহমান একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তিনি খুলনা জেলার বাসিন্দা। তার বাবার নাম ডা. রহমান। আটক আলিমুল রহমান বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭তম কোর্সের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।   এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, ‘বাংলাদেশ থেকে নয়, ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করে বিএসএফ। এ বিষয়ে পতাকা বৈঠক হয়েছে। তাকে ফেরতের চেষ্টা চলছে।’ আরটিভি/এমকে/এআর