• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
আলাদা জীবন পেল জোড়া লাগানো দুই বোন নুহা ও নাবা
সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি 
কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ব্যবসায়ীদের সংগঠন আমদানি ও রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  শনিবার (৩০ নভেম্বর) সকালে সোনাহাট স্থলবন্দরে সংগঠনটির কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।  এতে ব্যবসায়ী ইফতে খাইরুল ইসলাম শ্যামাকে আহ্বায়ক, আবুল হোসেন ব্যাপারীকে যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী ইছাহাক আলীকে সদস্য সচিব করে ৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।  অন্যান্য সদস্যরা হলেন- সাইফুর রহমান, আবু হেনা মাসুম, কবির হোসেন, শফিকুল ইসলাম, মোজাহারুল ইসলাম ও এরশাদুল হক। এর আগে গেল বুধবার নিয়মিত কমিটির মেয়াদ শেষ হলে তা ভেঙ্গে দেওয়া হয়।  কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের একই স্থানে সমাবেশের ডাক দিলে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারী করে প্রশাসন। এই আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে সকল দ্বন্দ্ব নিরসন হবে বলে ধারণা ব্যবসায়ীদের। আরটিভি/এএএ  
কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে
বিএনপির দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি
কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে
ব্রহ্মপুত্র নদের বালুচরে আকস্মিক ধূলিঝড়
ছাত্রকে মারপিটের ঘটনায় নৌকা ঘাট অবরোধ 
কুড়িগ্রামে নাগেশ্বরীর দুধকুমার নদীর ঘাট পারাপার নিয়ে দ্বন্দ্বে কচাকাটা কলেজের ২য় বর্ষের ছাত্র রঞ্জুকে মারপিট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্ররা গত দুইদিন ধরে ঘাট অবরোধ করে বিক্ষোভ করছেন।  বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে প্রায় দুই শতাধিক ছাত্র আয়নালের ঘাটে অবস্থান নেন। এ সময় তারা দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন।  এর আগে, মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে এ ঘটনায় মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কের কচাকাটা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্ররা বিক্ষোভ করেন।  ছাত্ররা জানান, গত ৬ নভেম্বর পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীদের নিয়ে একটি নৌকা আয়নালের ঘাটের পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। এ সময় কিছু শিক্ষার্থী আহত হয়। এ বিষয়ে ঘাট ইজারাদারদের কাছে অভিযোগ দিতে গেলে তাদের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে কচাকাটা থানার উদ্যোগে দ্বন্দ্বের নিরসন হয়।  এ অবস্থায় মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কচাকাটা কলেজের ২য় বর্ষের ছাত্র রঞ্জু নাগেশ্বরী যাওয়ার উদ্দেশে ঘাট পার হয়ে পশ্চিম পাড়ে গেলে ঘাট ইজারাদারদের লোকজন তাকে মারপিট করেন। এ খবর ছড়িয়ে পড়লে ওইদিন দুপুরে কচাকাটা বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। পরে তারা ঘাটে নৌকা পরাপার বন্ধ করে দেন।  এরই ধারাবাহিকতায় বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে আয়নালের ঘাটের পূর্বপাড়ে শতশত ছাত্র জড়ো হয়ে ঘাট অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সব ধরনের নৌকা পারাপার বন্ধ থাকে।  এদিকে, দুই দিন ধরে ঘাটের পারাপার বন্ধ থাকায় উপজেলা সদর থেকে বিছিন্ন হয়ে পড়েছে কচাকাটা থানার পাঁচটি ইউনিয়নের হাজারো যাত্রী। বন্ধ হয়ে গেছে মালামাল পরিবহনও। এতে দুর্ভোগে পড়েছে নদীর পূর্বপাড়ের ব্যবসায়ীরা। বৈষম্যবিরোধী ছাত্রদের কচাকাটা থানার সমন্বয়ক রাকিবুল ইসলাম বলেন, কচাকাটা থানার হাজার হাজার মানুষ এই আয়নালের ঘাট দিয়ে প্রতিদিন পারাপার হন। তারা নৌকার মাঝি ও ইজারাদারদের লোকজনের হাতে বিভিন্নভাবে প্রায়ই নির্যাতনের শিকার হয়ে থাকেন। মঙ্গলবারও আমাদের সহপাঠী একজন ছাত্রকে বিনা দোষে বেধড়ক মারপিট করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছি। যতক্ষণ না এর সুষ্ঠু বিচার হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বলেন, মঙ্গলবারের ঘটনায় ছাত্র এবং ইজারাদারদের নিয়ে সমাধানে বসা হয়েছিল। ছাত্রদের তিনটা দাবি ছিল, সেগুলো পূরণে আশ্বাস দেওয়া হয়েছে। মারপিটের ঘটনায় পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। এরপরেও বুধবার সকাল থেকে ছাত্রদের কর্মসূচি চলছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করে যতদ্রুত সম্ভব এর সুরাহা করব।  আরটিভি/আইএম
জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করে দ্রুত নির্বাচনে যেতে হবে: আমির খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ৩১ দফা সংস্কার বিএনপির একার সংস্কার নয়। যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ৫০টি দল ৩১ দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে। সুতরাং যারা এখন সংস্কারের কথা বলছেন আমরা আপনাদের সহায়তা করবো। যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত্য হবে, অতিসত্বর সেই সংস্কারগুলো করে দ্রুত নির্বাচনে যেতে হবে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের উলিপুরে শহীদ মিনার চত্বরে উপজেলার বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারগুলোতে আমরা সহায়তা করবো, আমরা আন্দোলন করা বিএনপিসহ ৫০ দল ঐক্যবদ্ধ থাকবো। এখন সংস্কার কী হয়, না হয় সেটা আমরা দেখবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। সেই জাতীয় সরকার ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। এখন সংস্কার কী হবে সেটা দেখবো, সহায়তা করবো; কিন্তু ৩১ দফা জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আমাদের নেতারা খুনের শিকার হয়েছেন। আমাদের নেতারা ব্যবসা হারিয়েছেন, বাড়িঘরে থাকতে পারেন নাই। আমাদের নেতারা পুলিশের হেফাজতে নিহত হয়েছেন, জেলখানায় চিকিৎসার অভাবে মারা গেছেন। আমি দেখেছি আমাদের নেতারা কীভাবে জেলখানায় চিকিৎসার অভাবে মারা গেছেন। ৬০ লাখের ওপরে বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমাদের অধিকাল সময় কেটেছে কোর্টের মধ্যে। বিচারের জন্য আমাকেও অন্তত তিন-চার দিন সময় কাটাতে হয়েছে। তিনি বলেন, এই আন্দোলনের সফলতা, শেখ হাসিনা পলায়নের পরবর্তী সময় থেকে এ পর্যন্ত যে আলোচনাগুলো হচ্ছে, আমরা সেগুলো নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করতে চাই না। আন্দোলন নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করতে চাই না। এ আন্দোলন স্বল্প মেয়াদি আন্দোলন ছিল। এর কৃতিত্ব আমরা বাংলাদেশের সবাইকে দিতে চাই। যদি এই আন্দোলনের কৃতিত্ব কেউ ছিনতাই করতে চান, তাহলে এর প্রতি তারা অসম্মান জানাবেন। আমির খসরু আরও বলেন, দুই মাসে বিএনপির চার শতাধিক নেতাকর্মী প্রাণ দিয়েছেন। কিন্তু গত ১৭ বছরে হাজার হাজার বিএনপি নেতাকর্মী খুন-গুম হয়েছেন। আমাদের নেতারা ১৭ বছর বাড়ি ঘরে তাকাতে পারেননি, পালিয়ে বেড়ান। সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আরেকটা দৈত্য যাতে সৃষ্টি না হয়, সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা হবে। ক্ষমতার বণ্টন হবে। দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাসভীর উল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি তারিক আবু আলা চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেলসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। আরটিভি/এএএ/এস
প্রেমে রাজি না হওয়ায় তরুণকে অপহরণ, তরুণী গ্রেপ্তার
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শেরপুরের এক তরুণকে অপহরণের অভিযোগ উঠেছে তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণী ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার (১১ নভেম্বর) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বাবা-মেয়েকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার নিজ বাড়ি যাওয়ার সময় নিখোঁজ হন কৃষক মো. নজরুল ইসলামের ছেলে সুমন মিয়া (১৭)। তিনি শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রোববার রাতে সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা অভিযোগটি সদর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এজাহারে বাবা-মেয়েসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রী দুই-তিনজন যুবকের সহায়তায় সুমনকে অপহরণ করে বলে এজহারে উল্লেখ করা হয়। রোববার রাতে অভিযুক্ত এক ব্যক্তি ও তার কলেজপড়ুয়া মেয়েকে (১৭) গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাবা ও মেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অপহৃত সুমনকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে।’  তিনি আরও বলেন, ‘মুঠোফোন ট্র্যাকিং করে সুমনের সবশেষ অবস্থান ময়মনসিংহে ছিল। তবে বর্তমানে তার ফোনটি বন্ধ আছে।’ আরটিভি/এসএপি
কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
কুড়িগ্রামে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে।  বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির দুটি পক্ষ পৃথক পৃথক র‌্যালি ও সমাবেশের আয়োজন করে।  এদিন দাদামোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে কলেজমোড়স্থ দোয়েল চত্বরে সমাবেশে সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবার রহমান, যুবদল সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদসহ অন্যান্যরা। অন্যদিকে, দুপুরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাবেক সদস্য আজিজুল হকের সঞ্চালনায় জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে কারামুক্ত করে আলোয় বের করে নিয়ে আসা হয়। বন্দিদশা থেকে মুক্ত হয়ে ক্রমান্বয়ে হয়ে ওঠেন দেশের মহান নেতা। অসীম সাহস ও প্রগাঢ় দেশপ্রেমের কারণে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাকে। দেশের আজকের পট পরিবর্তনে জিয়ার আদর্শ মেনে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে তার নেতৃত্বে দেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। আরটিভি/এএএ 
ওজনে কম দেওয়ায় পেট্রোল পাম্প বন্ধ করে দিলো বিএসটিআই
কুড়িগ্রামে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সার্ভিল্যান্স অভিযানে একটি পেট্রোল পাম্পে পরিমাপে কম দেওয়ার অভিযোগে ডিসপেন্সিং ইউনিট (ডিজিটাল মিটার মেশিন) বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে কুড়িগ্রাম জেলার তেল পাম্পে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। এতে উলিপুরের সিরাজ এন্ড সন্স ফিলিং স্টেশনে প্রতি দশ লিটার ডিজেল পরিমাপে ৪২০ মিলিলিটার এবং অকটেন পরিমাপে ২২০ মিলিলিটার কম পাওয়ায় ডিসপেন্সিং ইউনিটটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্টের মেয়াদ শেষ হওয়ায় এবং ট্যাংক লড়ির ক্যালিব্রেশন সনদের মেয়াদ শেষ হওয়ায় সেগুলো দ্রুত নবায়ন করার পরামর্শ প্রদান করা হয়।  এ সময় রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মেট্রোলজি মো. মাছুদুল হকের নেতৃত্বে সন্দীপ দাসসহ মেট্রোলজি বিভাগের পরীক্ষকগণ উপস্থিত ছিলেন।  সহকারী পরিচালক মাছুদুল হক বলেন, জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/এএএ 
কুড়িগ্রামে হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার 
কুড়িগ্রামে পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।  মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে পৌরসভার ভকেশনাল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আজ দুপুরে কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এরপর দুপুরে তাকে আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। পুলিশ জানায়, কামরুজ্জামান মিন্টু পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ভকেশনাল মোড়-সংলগ্ন প্রাণিসম্পদ হাসপাতাল পাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে তিনটি রাজনৈতিক মামলায় অজ্ঞাত আসামি হিসাবে গ্রেপ্তার করা হয়েছে।  বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট জেলা শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান আশিক নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পিজি হাসপাতালে গত ১ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এরপর এ ঘটনায় গত ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৫০০-৬০০ জনের নামে সদর থানায় একটি মামলা দায়ের করেন।  সদর থানার ওসি নাজমুল আলম জানান, সাবেক কাউন্সিলর মিন্টুকে আশিক হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।   আরটিভি/এএএ/এসএ