• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
লেবু বাগানে মিলল শিশুর মরদেহ
ভোলায় অস্ত্র-বোমাসহ আটক ৩
ভোলায় দেশীয় অস্ত্র-বোমাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ১০টি হাতবোমা ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার রিফাত আহমেদ এ তথ্য জানান। আটকরা হলেন- মো. মফিজ মাল (৩৬), মো. মামুল মাল ও মো. শামিম মাল (১৯)। তারা সবাই ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের বাসিন্দা। লে. কমান্ডার রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় অস্ত্র ও বোমাসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন‌্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এএএ/এসএ
ভোলায় বয়লার বিস্ফোরণে নিহত ১
ভোলায় মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে নিহত ২
জামাতাকে জিম্মি করে চাঁদা আদায়, শাশুড়িকে ধর্ষণ
ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু হবে: সেতু উপদেষ্টা
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন 
ভোলার বোরহানউদ্দিনের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা তিনদিন ধরে অনশন করছেন নিপা বেগম (২৩) নামে এক তরুণী।  মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে বোরহানউদ্দিনের সাঁচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাথান গ্রামের কাজী বাড়িতে অনশনে রয়েছেন ওই তরুণী। প্রেমিক মোহাম্মদ রাকিব ওই বাড়ির মোস্তাফিজ কাজীর ছেলে। অনশনে থাকা তরুণী ওই একই গ্রামের মো. জাহাঙ্গীরের মেয়ে। জানা গেছে, রাকিব ও নিপা দুজনই প্রতিবেশী। সেই সুবাধে তাদের মধ্যে গত ৬ মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিভিন্ন সময়ে ঘুরতে গিয়ে শারিরীক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। বিষয়টি এতদিন গোপন রাখলেও গত ২৭ অক্টোবর রাকিবের অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবরে তার বাড়িতে এসে অনশন শুরু করেন নিপা। নিপা বলেন, রাকিবের সাথে দীর্ঘ ছয় মাস ধরে আমার প্রেমের সম্পর্ক চলছে। সে আমাকে ভোলার বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্কে জড়িয়েছে৷ সর্বশেষ চরফ্যাশনে ঘুরতে নিয়েও বিয়ের আশ্বাস দিয়ে ফের আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। বিষয়টি এতোদিন আমি গোপন রেখেছি, সে আমাকে বিয়ে করবে বলে। তিনি আরও বলেন, কিন্তু গত ২৭ অক্টোবর থেকে রাকিব আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়। আমি লোকমুখে শুনেছি রাকিব অন্যত্র বিয়ে করার পরিকল্পনা করছে।  রাকিবের বাবা মোস্তাফিজ কাজী গণমাধ্যমকে বলেন, আমার ছেলে ও এই মেয়ের প্রেমের সম্পর্কের কথা আমাদেরকে এর আগে তারা কেউ বলেনি। আমার ছেলে রাকিব বাড়িতে নেই। কাউকে না জানিয়ে সে ঢাকাতে চলে গেছে।  এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক রাকিবের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কলে দিলেও তাকে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে বলেন, বিয়ের দাবিতে তিনদিন ধরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের বিষয়টি এখনো কেউ আমাকে জানাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।  আরটিভি/এএএ
জালে উঠে এলো ৩ শিশুর মরদেহ
ভোলার তজুমদ্দিনে পুকুরে ডুবে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার সোনারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ধনু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন বাজার সংলগ্ন হাসাননগর ৪ নম্বর ওয়ার্ডের প্রবাসী মো. হোসেনের দুই মেয়ে মিম আক্তার (১২) ও মারজিয়া বেগম (৯)। অপর শিশু হাওলাদার বাড়ির প্রবাসী মো. মোর্শেদ মিয়ার মেয়ে রাফিয়া আক্তার (১০)। মিম, মারজিয়া ও রাফিয়া সম্পর্কে খালা-বোনজি।  শিশুর পরিবার জানায়, গেল চার দিন আগে মিম এবং মারজিয়া রহানউদ্দিন থেকে সোনাপুর তাদের নানাবাড়িতে বেড়াতে এসেছে। সোমবার দুপুরের দিকে মিম, মারজিয়া এবং রাফিয়া আক্তার বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। কোথাও খুঁজে না পেয়ে পুকুরের ঘাটলায় গিয়ে দেখেন, মিম, মারজিয়া এবং রাফিয়া আক্তারের জামাকাপড় ঘাটলায় পড়ে আছে। এরপর পরিবারের সন্দেহ হলে তারা পুকুরে জাল ছুঁড়ে মারেন। এরপর একের পর এক জালে শিশু তিনটির মরদেহ ভেসে ওঠে। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, শিশু তিনটির মর্মান্তিক মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি। আপনার (প্রতিবেদকের) কাছ থেকে খবরটি শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। পরিবারের অসতর্কতার কারণে এ মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরটিভি/এসএপি
নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক
ভোলা জেলা সদরের রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা। শনিবার (২৬ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে নৌ কন্টিজেন্ট ক্যাম্প। আটক ডাকাতরা হচ্ছেন, মনির হোসেন বেপারী ও রাসেল আহমেদ। অভিযানের অপারেশন অফিসার জানান, কন্টিজেন্ট কমান্ডার আবুবকর সিদ্দিকের নেতৃত্বে তার একটি টিম শনিবার ভোরে মেঘনা নদী ও চরাঞ্চলে ডাকাতির অভিযোগে দুজনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে একটি পিস্তল, ৫টি রামদা, ৩টি ক্রিজ, ১টি ড্রেগার, ২টি টেন্ডা, ৩টি রামদাসহ বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় পুলিশের একটি টিমও কাজ করে। আটক ব্যক্তিদের দুপুরে ভোলা থানায় সোপর্দ করা হয়।  এলাকাবাসী জানান, আটক নৌ-ডাকাতরা ইলিশা, রাজাপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করা, চাঁদাবাজি করা ও নদীতে ডাকাতি করত। এদের বিরুদ্ধে ভোলা থানায় একাধিক মামলা রয়েছে। আরটিভি/এসএপি-টি
বিয়ের গেটে টাকা কম দেওয়ায় সংঘর্ষ, বরসহ আহত ৩০
ভোলার চরফ্যাশন উপজেলায় কনের বাড়িতে বিয়ের গেটে টাকা কম দেওয়ায় বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বর মনির হোসেনসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।  রোববার (১৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।  জানা যায়, দুপুরে ৪০ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যান বর মনির হোসেনসহ তার পরিবারের সদস্যরা। বিয়েবাড়ির গেটে টাকা কম দেওয়া নিয়ে কনেপক্ষের সঙ্গে বরপক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। আহতদের মধ্যে ১৪ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা জানান, ১৫ দিন আগে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ভূঁইয়ার হালট এলাকার নুরে আলমের মেয়ে লিমা বেগমের সঙ্গে জাহানপুর ইউনিয়নের নাসির উদ্দিনের ছেলে মনির হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। হাসপাতালে চিকিৎসাধীন বর মনির হোসেন বলেন, কনেপক্ষ ৫ হাজার টাকা দাবি করে। তারা ৩ হাজার টাকা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কনেপক্ষ হামলা চালায়। বাধা দিলে পিটিয়ে তার হাত ভেঙে দেয়। তাদের পরিবারের ২০ জন আহত হয়েছে। কনের বাবা নুরে আলম বলেন, বিয়েবাড়ির গেটে বরকে নিয়ে সবাই আনন্দ করছিলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে উঠেন বরপক্ষের লোকজন। মুহূর্তেই দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে তার পরিবারের ১০ সদস্য আহত হন। আরটিভি/এমকে/এআর
ইজিবাইক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ 
ভোলায় ইজিবাইকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শনিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের কমরউদ্দিন নতুন মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগী গ্রামের মো. রহিমের ছেলে মো. শাহীন (১৮), দক্ষিণ দিঘলদীর ৫ নম্বর ওয়ার্ডের মো. লিটন (৪০) ও একই গ্রামের মো. মিলন (৩৫)। একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তিনি পথচারী ছিলেন।  পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাদা রঙের মাইক্রোবাস বোরহানউদ্দিন থেকে ছেড়ে ভোলা সদরের দিকে যাচ্ছিল। অন্যদিকে কমরউদ্দিন থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক বাংলাবাজারের দিকে যাচ্ছিল। ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমরউদ্দিন নতুন মসজিদ এলাকায় দুটো গাড়ি আসলে হঠাৎ ইজিবাইক মোড় নেয়। এমন সময় দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস ও ইজিবাইকটি খাদে পড়ে যায়। এ সময় এক পথচারীসহ চারজন গুরুতর আহত হন। তবে ওই পথচারীর অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার ভোলা সদর হাসপাতাল ও বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে।  বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, বিকেলে মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ভোলা ও বরিশালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক। আরটিভি/এএএ/এআর
বাবার মৃত্যু, বাড়িতে এসে ঘরচাপায় ঝড়ে প্রাণ গেল মেয়েরও
ভোলায় বাবার মৃত্যুর খবর শু‌নে বা‌ড়িতে এসে ঝ‌ড়ে ঘরচাপায় মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।  শ‌নিবার (২১ সে‌প্টেম্বর) ভোলার চরফ্যাশন উপ‌জেলার দুলারহাট থানার নুরাবাদ ইউ‌নিয়‌নের ৪ নম্বর ওয়া‌র্ডের চর তোফাজ্জল গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ। নিহত ইয়ানুর বেগম (৩২) পটুয়াখালীর গলা‌চিপা উপ‌জেলার চরকাজল গ্রা‌মের জাফ‌রের স্ত্রী।  তিনি চরফ্যাশন উপ‌জেলার দুলারহাট থানার নুরাবাদ ইউ‌নিয়‌নের চর তোফাজ্জল গ্রা‌মের ৪ নম্বর ওয়া‌র্ডের আব্দুল ওদুদের মে‌য়ে। এ ঘটনায় আহতরা হলেন- ইয়ানু‌রের মা আ‌য়েশা বেগম (৫০), ইয়ানু‌রের সন্তান ওমর ফারুক (৭), সা‌দিয়া আক্তার (৪) ও রিপা আক্তার (৮)। স্থানীয়রা জানান, পাঁচ দিন আগে ইয়ানু‌রের বাবা আবদুল ওদুদের মৃত্যু হয়। ওইদিন খবর পে‌য়ে ইয়ানুর তার স্বামী ও সন্তান নি‌য়ে বাবার বা‌ড়ি আ‌সেন। ২০ সেপ্টেম্বর রা‌তে খাবার খে‌য়ে তারা সবাই ঘু‌মি‌য়ে প‌ড়েন। পরে ভোর ৪টার দি‌কে হঠাৎ ঝ‌ড় শুরু হলে ঘরচাপায় ঘটনাস্থ‌লেই মারা যান ইয়ানু‌র। এ ঘটনায় তার তিন সন্তান ও মা আহত হন। এ বিষয়ে ওসি মাকসুদুর রহমান বলেন, ‘ইয়ানু‌রের বাবা আবদুল ওদুদ কিছুদিন আগেই মারা গেছেন। ঝ‌ড়ে ঘরচাপায় তার মেয়েরও মৃত্যু হয়েছে। এ সময় ঝড়ে আবদুল ওদুদের পরিবারের সবাই আহত হয়েছেন।’  আরটিভি/এমকে