• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo
খাগড়াছড়ির দুর্গম এলাকায় জিপ উল্টে যুবক নিহত
এবার খাগড়াছড়িতেও ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জের ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ১৪৪ ধারা জারির নোটিশ জারি করা হয়। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় এ আদেশ জারি করেন। নোটিশে বলা হয়, খাগড়াছড়ি সদর থানা এলাকায় পাহাড়ি ও বাঙালি সংগঠনের লোকজন বিভিন্ন জায়গায় অবস্থান নেয় এবং উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে এসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটতে পারে এমন শঙ্কায় আজ দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।   এদিকে শুক্রবার সকালে জেলা প্রশাসক মো. শহীদুজ্জামান, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ও পুলিশ সুপার আরিফিন জুয়েল দীঘিনালার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠনসহ দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দেন তারা। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে জেলার দীঘিনালায় লারমা স্কয়ারে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে দুর্বৃত্তরা বাজারে আগুন দিলে অর্ধশতাধিক দোকানপাট পুড়ে যায়।   একই ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে জেলা সদরের স্বনির্ভর ও নারানখাইয়া এলাকায় গুলিতে ৩ জন নিহত ও আরও ৯ জন আহত হন। নিহতরা হলেন - জুনান চাকমা (২০), ধনঞ্জয় চাকমা (৫০) ও রুবেল (৩০)। উল্লেখ্য, বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে মো. মামুন নামে এক যুবককে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই সহিংসতার ছড়িয়ে পড়েছে।   আরটিভি/এমকে/এআর
খাগড়াছড়িতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
উদ্ধারকাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে ফায়ারফাইটারের মৃত্যু
খাগড়াছড়িতে আগুনে পুড়ল ২০ দোকান
পাবলিক টয়লেটের সামনে পড়ে ছিলো নবজাতকের মরদেহ
চান্দের গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
খাগড়াছড়ির গুইমারা এলাকায় চান্দের গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল মালেক মিলন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২১মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি খাগড়াছড়ি পৌরসভার মোহাম্মদপুর (শালবন) এলাকায়।  প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের গুইমারা উপজেলার জালিয়াপাড়া নামক এলাকায় চান্দের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল মালেক মিলন মৃত্যুবরণ করে। মরদেহ বর্তমানে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খাগড়াছড়িতে ২ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ১ 
খাগড়াছড়িতে চোরাইপথে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট জব্দ করেছে খাগড়াছড়ি থানা পুলিশ। শনিবার (৯ মার্চ) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ গেইটে অভিযান চালিয়ে ২ লাখ টাকা মূল্যের বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করে পুলিশ।  এ সময় ছরাফ চাকমা (৩৮) নামে একজনকে আটক করা হয়। আটককৃত ছরাফ চাকমা জেলার পানছড়ি উপজেলা সদর যোগেশ্বর পাড়া এলাকার বাসিন্দা আলোকেন্দু চাকমার ছেলে।  খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তাধর প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অ্যাম্বুলেন্সে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল চিকিৎসকের  
নোয়াখালীর বেগমগঞ্জে অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এক আয়ুর্বেদিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।   নিহত আবু নুর মোহাম্মদ মাসুম (৩৮) লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় নিহতের ভাই মাসুদ রানা (৫০) গুরুতর আহত হন।        সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাসুমের অনেক জায়গায় আয়ুর্বেদিক চিকিৎসার চেম্বার ছিল। সোমবার সকালে তারা দুভাই অ্যাম্বুলেন্সযোগে ফেনীর উদ্দেশ্যে রওনা দেন। যাত্রা পথে অ্যাম্বুলেন্সটি নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের সামনে থাকা ব্যানারটি তাদের গাড়ির চাকায় পেঁচিয়ে পুরো রাস্তাজুড়ে মাঝ বরাবর দাঁড়িয়ে যায়। ওই সময় পেছনে থাকা একটি কাভার্ডভ্যান তাদের অ্যাম্বুলেন্সে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে অ্যাম্বুলেন্সটি উড়ে গিয়ে রাস্তার উল্টো পাশে পড়ে। এতে ঘটনাস্থলে চিকিৎসকের মৃত্যু হয়।   চন্দ্র হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।     
খাগড়াছড়িতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত
খাগড়াছড়িতে ইটবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে নুরুল কাদের চৌধুরী নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি খাগড়াছড়ি সদরের মো. আফতাবের ছেলে। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।  আহত মোটরসাইকেল চালককে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। খাগড়াছড়ি সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) তানভীর হাসান জানান, ইটবোঝাই ট্রলিটিকে আটক করা হয়েছে এবং ড্রাইভার পলাতক রয়েছেন। ড্রাইভারকে আটক করার প্রক্রিয়া চলছে।