• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo
খাগড়াছড়ির দুর্গম এলাকায় জিপ উল্টে যুবক নিহত
ফিরতে শুরু করেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা
রাঙ্গামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির উদ্দ্যেশে তারা ফিরতে শুরু করেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সারাদিন বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি হয়। এতে করে সাজেক খাগড়াছড়ি সড়কে যান চলাচল না করায় পর্যটকরা মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল থেকে বুধবার(৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত সাজেকে অবস্থান করেন। সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, যারা মঙ্গলবার বিকালে আটকা পড়েছিল এবং আজকে সকালে যাদের চলে যাবার কথা ছিল দুপুর ২টার পর সেনা সহায়তায় তারা সাজেক ছেড়ে গেছেন। তিনি আরও বলেন, ২ দিনের জন্য যারা এসেছে তাদের মধ্যে কিছু পর্যটক এখনো সাজেকে আছেন। বাঘাইছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় দুপুর ২টার দিকে পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ির দিকে রওনা দিয়েছে।  আরটিভি/এফআই
খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
দুর্বৃত্তের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, সড়ক অবরোধের ডাক
কাপ্তাই হ্রদে জেলের জালে ধরা পড়ল ১২ কেজির চিতল
সীমান্ত থেকে ভারতীয় নাগরিকসহ আটক ২ 
ঝরনায় গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্ধুদের সঙ্গে ঝরনায় গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার রিছাং ঝরনায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ওসি মো. তৌফিকুল ইসলাম। নিহত রাকিব হোসেন (১৫) খাগড়াছড়ি সদরের আনন্দ অফিস এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।  স্থানীয় সূত্র জানায়, রাকিব খাগড়াছড়ি কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। চার বন্ধুর সঙ্গে ঝরনায় গোসল করতে যায় রাকিব হোসেন। সে ওপর থেকে গভীর খাদে লাফ দিলে পানির ঘূর্ণিতে তলিয়ে যায়। এতে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট মরদেহ উদ্ধার করতে এসে ব্যর্থ হয়। পরে বিকেল সাড়ে ৫টার তার মরদেহ উদ্ধার করে ডুবুরিদল। এ বিষয়ে ওসি মো. তৌফিকুল ইসলাম বলেন, ঝরনায় গোসল করতে গিয়ে না বুঝেই গভীর খাদে লাফ দেয় রাকিব। সেসময় পানির ঘূর্ণিতে তলিয়ে যায় সে। পরে বিকেলে তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।  আরটিভি/এমকে
পাহাড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়া হবে: পার্বত্য উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের ভ্রমণে বিরত থাকার যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা দ্রুত তুলে নেওয়া হবে।  মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি। সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের ভ্রমণে বিরত থাকার যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা দ্রুত তুলে নেওয়া হবে। এ বিষয়ে ঢাকায় ফিরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।  উপদেষ্টা আরও বলেন, সম্প্রতি সাজেক ভ্রমণে গিয়ে প্রচুর পর্যটক আটকে যান। সারা দেশ থেকে যাওয়া পর্যটকেরা সেখানে আটকে পড়ায় সরকার খুব বিব্রত অবস্থায় পড়েছে। সরকারের ইমেজ ক্ষুণ্ন হয়েছে। আমরা বিব্রত অবস্থায় পড়তে চাই না। সরকার সকল দিক বিবেচনা করে এই নিষেধাজ্ঞা তুলে নেবে। এ ছাড়া দীঘিনালায় ১৯ সেপ্টেম্বর সহিংসতার ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা। সংঘাত, হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় আইন নিজের হাতে তুলে না নেওয়ারও অনুরোধও জানান তিনি। উপদেষ্টা সুপ্রদীপ বলেন, এখানে যারা সাধারণ পাহাড়ি-বাঙালি আছে তাদের মধ্যে কোনো বিরোধ নেই। যারা এখানে সংঘাতের সৃষ্টি করছে তাদেরকে আইনে আওতায় আনতে হবে। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশাপাশি বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা, সাবেক চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা বিএনপি সভাপতি মো.শফিকুল ইসলাম প্রমুখ। আরটিভি/এএএ   
পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরির সুযোগ দেব না: নাহিদ ইসলাম
পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরি করে অনেকে সুবিধা নিতে চায়। তবে আমরা তাদের সেই সুযোগ দেব না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ারে স্থানীয়দের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তথ্য উপদেষ্টা বলেন, পাহাড়ে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। পাশাপাশি এ ঘটনায় যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।  তিনি আরও বলেন, এখানকার পরিস্থিতি জানতে আমি এখানে এসেছি। আমি মনে করি, বাংলাদেশের কোনো একটি অঞ্চল যদি অশান্তিতে থাকে সেটির প্রভাব পুরো বাংলাদেশে পড়ে। ফলে আমাদের একসঙ্গে থাকতে হবে। আমরা কিন্তু লড়াই-সংগ্রামের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি। এর আগে গত বুধবার (১৮ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা শহরের স্লুইসগেইট এলাকায় মামুন নামে এক যুবক গণপিটুনিতে নিহত হন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় পাহাড়িরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দু’পক্ষের মধ্যে তা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লারমা স্কয়ারের দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় অন্তত ৫০ থেকে ৬০টি দোকান। এ ঘটনায় ৩ জন নিহত হন। আরটিভি/আইএম-টি
এবার খাগড়াছড়িতেও ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জের ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ১৪৪ ধারা জারির নোটিশ জারি করা হয়। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় এ আদেশ জারি করেন। নোটিশে বলা হয়, খাগড়াছড়ি সদর থানা এলাকায় পাহাড়ি ও বাঙালি সংগঠনের লোকজন বিভিন্ন জায়গায় অবস্থান নেয় এবং উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে এসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটতে পারে এমন শঙ্কায় আজ দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।   এদিকে শুক্রবার সকালে জেলা প্রশাসক মো. শহীদুজ্জামান, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ও পুলিশ সুপার আরিফিন জুয়েল দীঘিনালার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠনসহ দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দেন তারা। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে জেলার দীঘিনালায় লারমা স্কয়ারে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে দুর্বৃত্তরা বাজারে আগুন দিলে অর্ধশতাধিক দোকানপাট পুড়ে যায়।   একই ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে জেলা সদরের স্বনির্ভর ও নারানখাইয়া এলাকায় গুলিতে ৩ জন নিহত ও আরও ৯ জন আহত হন। নিহতরা হলেন - জুনান চাকমা (২০), ধনঞ্জয় চাকমা (৫০) ও রুবেল (৩০)। উল্লেখ্য, বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে মো. মামুন নামে এক যুবককে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই সহিংসতার ছড়িয়ে পড়েছে।   আরটিভি/এমকে/এআর
আগামীর রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের: খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মাস্তান, চাঁদাবাজ-দখলবাজদের জায়গা বিএনপিতে নেই। আগামীর রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আমির খসরু বলেন, অনেকেই বলেছিল- হাসিনা চলে গেলে বিএনপি লাখ লাখ লোককে হত্যা করবে। বিএনপি সব দখল করে ফেলবে। কই এমন কিছু কি হয়েছে?  দলটির শীর্ষ এই নেতা বলেন, অথচ গত ১৬ বছরে বিএনপির শতশত লোক হত্যা, গুম, খুনের শিকার হয়েছেন। মিথ্যা মামলার শিকার হয়ে বাড়ি ঘরে থাকতে পারেননি। ব্যবসা-বাণিজ্য, চাকরি কেঁড়ে নেওয়া হয়েছে। ১৫-১৬ বছর নির্যাতিত হওয়ার পরও বিএনপির নেতাকর্মীরা সংযম দেখিয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ উপহার দেওয়া হয়।  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভুঁইয়া।
ফেনী নদীতে মাছ শিকারে গিয়ে ২ কিশোর নিখোঁজ
পার্বত্য খাগড়াছড়ির রামগড় সীমান্তের কাছে ফেনী নদীতে মাছ শিকারে গিয়ে নয়ন ও বাদশা নামে ২ কিশোর নিখোঁজ হয়েছে। ২৫ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার (৩০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস আগ্রাবাদ চট্টগ্রাম ডুবুরি ইউনিটের সাব-অফিসার জসিম উদ্দিন। নিখোঁজ নয়ন (১৩) পৌরসভার শ্মশানটিলা গ্রামের মো. শফিকের ছেলে ও বাদশা (১৬) পাতাছড়া ইউপির আবদুল জব্বারের ছেলে। নয়নের বাবা শফিক বলেন, বুধবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে সহপাঠীদের সঙ্গে ফেনী নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যায় নয়ন। একপর্যায়ে সে নদীতে পড়ে যায়। অন্যদিকে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী নদীর নামারচর এলাকায় জাল ফেলে মাছ শিকারে গেলে পানিতে তলিয়ে যায় বাদশা। এ বিষয়ে ডুবুরি ইউনিটের সাব-অফিসার জসিম উদ্দিন বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে কাউকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। নদীর বিভিন্ন পয়েন্টে এখনও অভিযান চলছে।