• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo
সীমান্ত থেকে ভারতীয় নাগরিকসহ আটক ২ 
ঝরনায় গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্ধুদের সঙ্গে ঝরনায় গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার রিছাং ঝরনায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ওসি মো. তৌফিকুল ইসলাম। নিহত রাকিব হোসেন (১৫) খাগড়াছড়ি সদরের আনন্দ অফিস এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।  স্থানীয় সূত্র জানায়, রাকিব খাগড়াছড়ি কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। চার বন্ধুর সঙ্গে ঝরনায় গোসল করতে যায় রাকিব হোসেন। সে ওপর থেকে গভীর খাদে লাফ দিলে পানির ঘূর্ণিতে তলিয়ে যায়। এতে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট মরদেহ উদ্ধার করতে এসে ব্যর্থ হয়। পরে বিকেল সাড়ে ৫টার তার মরদেহ উদ্ধার করে ডুবুরিদল। এ বিষয়ে ওসি মো. তৌফিকুল ইসলাম বলেন, ঝরনায় গোসল করতে গিয়ে না বুঝেই গভীর খাদে লাফ দেয় রাকিব। সেসময় পানির ঘূর্ণিতে তলিয়ে যায় সে। পরে বিকেলে তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।  আরটিভি/এমকে
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা
খাগড়াছড়িতে বাস-পিকআপ সংঘর্ষে ২ নারী নিহত, আহত ১৫