• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তিতে মিষ্টি বিতরণ
যমুনার ওপর নির্মিত নতুন রেলসেতুর নাম পরিবর্তন হচ্ছে
যমুনা নদীর ওপর নবনির্মিত উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নামে ২০২৫ সালের জানুয়ারিতে এ সেতু উদ্বোধনের কথা রয়েছে। তবে নবনির্মিত রেল সেতুর নাম কী দেওয়া হবে তা এখনও ঠিক করেনি সরকার। ইতোমধ্যে রেল সেতুর ওপর দিয়ে ট্রায়াল ট্রেন চালানো হয়েছে।  শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, উদ্বোধনের আগেই এটির নাম পরিবর্তন করা হবে। তবে নাম এখনও চূড়ান্ত করা হয়নি। তবে সেতু এলাকা বা জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের কোনো শহীদের নামে এর নামকরণ করা হতে পারে। ১৭ হাজার কোটি টাকা ব্যয়ের এই সেতুর কাজ আগামী মাসে শেষ হবে, এরপর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এটি চালু হতে পারে। জানা যায়, যমুনা সেতুর ৩০ মিটার দূরত্ব রেখে নতুন রেল সেতুটি নির্মাণ করা হয়েছে। ১৯৯৮ সালে চালু হওয়া যমুনা সেতুতেও পরে রেলপথ যুক্ত করা হয়। তবে ২০০৮ সালে সেতুর কাঠামোগত সমস্যা দেখা দেওয়ায় ট্রেনের গতি বেশ কম রাখতে হয়। আবার যমুনা সেতুর পূর্ব স্টেশন থেকে ট্রেন সেতুতে প্রবেশ করলে, পশ্চিম স্টেশন প্রান্তে অন্য ট্রেনকে অপেক্ষা করতে হয়। বর্তমানে ২০ কিলোমিটার গতিসীমা নিয়ে গড়ে ৩৮টি ট্রেন যমুনা সেতু পাড়ি দেয়।  এ বিষয়ে প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান বলেন, এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯৬ শতাংশ। আর নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে ৯৯ শতাংশ। আগামী ডিসেম্বর নাগাদ আমরা ট্রেন চলাচলের সব কাজ সম্পন্ন করতে পারবো। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই এই সেতু রেল চলাচলের জন্য উন্মুক্ত করতে চাই। ডিজিটাল কম্পিউটার-বেজড সিগন্যাল ইনস্টল করতে এপ্রিল পর্যন্ত লাগতে পারে। তবে এই বিলম্বের কারণে রেল চলাচলে সমস্যা হবে না, কারণ সাময়িকভাবে এনালগ সিগন্যাল ব্যবহার করা যাবে। রেলসেতুর নাম পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক বলেন, বঙ্গবন্ধু রেল‌ সেতুর নাম এখনও প‌রিবর্তন হয়‌নি। ত‌বে উচ্চ পর্যা‌য়ে নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা হ‌চ্ছে। সেতুর উদ্বোধনের আগে হয়তো রেল সেতুর নাম প‌রিবর্তন হ‌তে পা‌রে। রেলও‌য়ে কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ‌্যমেই এটির উদ্বোধন করা হবে।  আরটিভি/এমকে/এআর
আগ্রাসন মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে হবে: শিবির সভাপতি
ইসকন নিষিদ্ধের দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ 
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজহার গ্রেপ্তার 
ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে আটক ১৩
বাড়ির পাশের পুকুরে মিলল শিশু তাওহীদের মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে পুকুরে ডুবে তাওহীদ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়। তাওহীদ ওই এলাকার শরীফ আহমেদের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রায়হান ফকির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। শিশুটির দাদা মরতুজ আলী বলেন, তাওহীদ বাড়িতেই খেলা করছিল। বিকেল ৪টার দিকে হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় আধাঘণ্টা পর বাড়ির পাশে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রায়হান ফকির বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। ইসিজি করানো হলে তাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। আরটিভি/এফআই/এস
ভারতে পালিয়ে শেষ রক্ষা হবে না: টুকু
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আল্লাহর মাইর দুনিয়ার বাইর। এই খুনি হাসিনাতেই কিন্তু প্রমাণ হয়েছে। মানুষকে খুন করে, গুম করে গণহত্যা চালিয়ে টিকতে পারেনি। আল্লাহর রহমতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যারা এ ধরনের অন্যায় করেছে গণহত্যা চালিয়েছে, গুম করেছে তাদের বিচার দেশের মাটিতে হবে। ভারতে পালিয়ে শেষ রক্ষা হবে না। বাংলাদেশে আসতে হবে, বিচার হবে ইনশাআল্লাহ।  শুক্রবার (২২ নভেম্বর) রাতে টাঙ্গাইল গোপালপুর উপজেলার নলিন ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। ২০১৪ সালে, ২০১৮ সালে ও ২০২৪ সালে ভোটারবিহীন নির্বাচন গেছে। অনেকেই কিন্তু টাকার বিনিময়ে আঁতাত করে এমপি হয়েছিলো দুর্নীতি করতে লুটপাট করতে। সাবেক কৃষ মন্ত্রী আব্দুর রাজ্জাক প্রকাশ্যে বলেছিলেন, বিএনপি যদি নির্বাচনে যেতো তাহলে ২৫ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হতো না, নির্যাতন করা হতো না। তারা অবশ্যই বাইরে থাকতো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে সমান অপরাধী। কাজেই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি আঁতাত করতেন তাহলে কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হতো না। আমাদের নেতা তারেক রহমানকে কিন্তু দেশের বাইরে থাকতে হতো না।  তিনি বলেন, আগামী দিনে আমাদের যে ভোটের অধিকার ছিল সে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করবে। ভোটদানের সময় মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেয়। খুনি, স্বৈরাচার হাসিনার সময় তা ছিল না। মানুষ ভোট দিতে পারেনি। দেশনায়ক তারেক রহমান বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে হানাহানি থাকবে না, খুন-গুম থাকবে না সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে।  সম্মেলনে ভূঞাপুর ও গোপালপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  আরটিভি/এএএ/এস
বিদ্যালয়ে ক্লাস নিলেন গণশিক্ষা উপদেষ্টা
টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গি‌য়ে শিশু শিক্ষার্থী‌দের ক্লাস টেস্ট নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। এ সময় তিনি ক্লাসের শিক্ষার্থী‌দের বিভিন্ন প্রশ্ন করেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে টাঙ্গাইল শহরের সরকারি মডেল প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গি‌য়ে তিনি ক্লাস নেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সরকারি স্কুলের শিশুরা ঝরে পড়েছে কোভিডের সময়টায় বেশি। কোভিডের সময় সরকারি স্কুলগুলো বন্ধ থাকলেও অন্য স্কুলগুলো খোলা ছিল। যারা সরকারি চাকরি করেন তাদের ছেলে-মেয়েদের স্কুলে নিয়ে আসার যে সময়টা, প্রাইমারি স্কুলের সময়ের সঙ্গে তাদের মেলে না। এর ফলে তারা অন্য প্রতিষ্ঠানে দিয়ে দেন, যেখানে বাচ্চাদের রাখার সুযোগ রয়ে গেছে। তিনি আরও বলেন, সরকারি স্কুলগুলোতে আরও অনেক সমস্যা রয়েছে, যার অন্যতম হচ্ছে কিছু কিছু সরকারি স্কুলগুলো ভালোভাবে চলে না। এ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরটিভি/এএএ/এস
টাঙ্গাইলে হত্যা মামলায় চাচি-ভাতিজার যাবজ্জীবন 
টাঙ্গাইলের বাসাইলে ঝর্না রানী দাস নামে এক নারীকে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখার দায়ে চাচি-ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দণ্ডিত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আফরোজা বেগম এ রায় দেন।   দণ্ডিতরা হচ্ছেন- উপজেলার বাসাইল পূর্বপাড়া গ্রামের শাহাদত বেপারীর স্ত্রী মনোনয়ারা আক্তার (৩০) এবং মজিবর বেপারীর ছেলে উজ্জ্বল ইসলাম (২৭)। তারা সম্পর্কে চাচি-ভাতিজা।   আদালতের নাজির লিটন মজুমদার জানান, ২০১৮ সালের ২৮ অক্টোবর নিহত ঝর্না রানী পাওয়া টাকা চাওয়ার জন্য একই এলাকার মনোয়ারা আক্তারের বাড়িতে যান। এতে মনোয়ারার সঙ্গে ঝর্না রানী দাসের কথা কাটাকাটি শুরু হয়। এ সময় মনোয়ারার ভাতিজা উজ্জ্বল এসে ঝর্না রানীকে মনোয়ারার ঘরের ভেতরে নিয়ে দুজনে মিলে গলায় ফিতা পেঁচিয়ে এবং বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে মরদেহ গুম করার জন্য মনোয়ারার ঘরের ভেতর মাটি খুঁড়ে গর্ত করে পুঁতে রাখে। পরদিন ২৯ অক্টোবর নিহতের স্বামী সুনীল কুমার দাস বাদী হয়ে বাসাইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ মনোয়ারা ও তার ভাতিজা উজ্জলকে গ্রেপ্তার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতরা এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা আর মরদেহ গুম করার জন্য মাটিতে পুঁতে রাখার কথা স্বীকার করেন। পরে পুলিশ মনোয়ারার ঘরের ভেতর মাটিতে পুঁতে রাখা ঝর্ণা রানী দাসের মরদেহ উদ্ধার করা হয়। রায় ঘোষণার পর বিচারক দণ্ডিত চাচি-ভাতিজাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আরটিভি/এমকে
সরকারের ১০০ দিনে প্রত্যাশা পূরণ হয়নি: সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, সরকারের কাছে ১০০ দিনে আমাদের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। তবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে এই সরকারের অবস্থান আরও ভালো হতো। সব রাজনৈতিক দলের উচিত সরকারকে সহযোগিতা করা। তারা যদি সরকারকে সহযোগিতা করে তাহলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। নির্বাচন দ্রুত হবে। এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হবে না। রোববার (১৭ নভেম্বর) রাতে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সারজিস আলম বলেন, এই সংস্কার সিস্টেমের প্রত্যেকটি জায়গায় রাজনৈতিক দলগুলো দেশের কথা, দেশের মানুষের কথাকে গুরুত্ব না দিয়ে কীভাবে ব্যক্তির স্বার্থ প্রাধান্য পায়, দলীয় স্বার্থ প্রাধান্য পায়, কীভাবে নিজের দলের মানুষকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসানো যায়, সেগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। বাজারে গেলে সাধারণ মানুষ চাহিদা মতো কেনাকাটা করতে পারে না। মানুষ বলছে সিন্ডিকেটগুলোর হাত বদল হয়েছে। তিনি আরও বলেন, দুই হাজার মানুষ পরিবারের সদস্যদের কথা চিন্তা না করে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য জীবন দেয়নি। তাহলে বিগত ১৬ বছরে সব মানুষ একসঙ্গে রাজপথে নেমে যেতো। এই মানুষগুলো একসঙ্গে রাজপথে নেমেছে খুনি হাসিনার ধ্বংস করে দেওয়া সবগুলো সিস্টেমের বিরুদ্ধে। কারণ, মানুষ প্রত্যেকটি জায়গায় মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। সাধারণ মানুষের সেবা পেতে দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছিল। মানুষকে টাকা দিতে হতো, সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল, তখন এই সামগ্রিক সিস্টেমগুলোর বিরুদ্ধে ছাত্র-জনতা একসঙ্গে রাজপথে নেমেছিল। ১৬ বছরে যে সমাধানটি রাজনৈতিকভাবে হওয়ার কথা ছিল, সেটি না হওয়ায় ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে খুনি হাসিনার পতন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি মাহমুদুল হক সানু, সমন্বয়ক মো. মাহিম সরকার, টাঙ্গাইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল আমিন, মো. কামরুল ইসলাম, আল আমিন সিয়াম প্রমুখ। আরটিভি/এফআই/এসএ
সরকারকে বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে: শামসুজ্জামান দুদু 
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মওলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশ হতো কি না, সন্দেহ আছে। সকল অন্যায়, অনাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে আপসহীন থেকে মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।  রোববার (১৭ নভেম্বর) দুপুরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, সরকারকে বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে। এ সরকারকে বিএনপি ব্যর্থ হতে দেবে না। তবে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে।  জনগণের ভোটে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানান তিনি। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, আবুল কালাম আজাদ, ওবায়দুল হক নাসির ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ আরও অনেকেই। এর আগে, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন নেতাকর্মীরা। আরটিভি/এমকে-টি