বরগুনা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১১ নভেম্বর) রাজধানীর উত্তরা থেকে রাত ৯টায় ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, শম্ভুর বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় অনেকগুলো মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পৈতৃক বাড়ি বরগুনার সদর উপজেলার সরকারি হাইস্কুল সড়ক এলাকায়। তিনি পেশায় আইনজীবী হলেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাতবার তিনি মনোনয়ন পেয়ে পাঁচবারই হন সংসদ সদস্য। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। ১৫ বছরে তিনি ও তার সহযোগীরা হয়েছেন বিত্তশালী।
আরটিভি/এমকে-টি