• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo
পাইকগাছায় সড়কে বেপরোয়া খড়বোঝাই নছিমন, ঘটছে দুর্ঘটনা
লড়াই আমাদের শেষ হয়নি: জামায়াত আমির 
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, লড়াই আমাদের শেষ হয়নি। সুষ্ঠু একটা নির্বাচন আদায় করার জন্য আরও অনেক লড়াই আমাদের সামনে রয়ে গেছে। সেখানে কালো টাকা আর পেশীশক্তি আগামীতে আমাদের ভোটের অধিকার যেন কেড়ে নিতে না পারে। এখন থেকে হাত মজবুত করতে হবে। বলে দিতে হবে আমরা মানুষ, সাধারণ কোনো প্রাণী নয় যে তোমাদের কালো টাকার কাছে বিক্রি হব। আমরা আর কালো টাকার মালিকদের বরদাশত করব না। আমরা আগামীতে ক্লিন হার্ট সম্পন্ন মানুষকে দেশের শাসন ক্ষমতায় দেখতে চাই।     বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  শফিকুর রহমান বলেন, কথা দিচ্ছি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আল্লাহ তায়ালার ইচ্ছায় যদি দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে আসে, ইনশাআল্লাহ দেশের মালিক হব না। আমরা দেশের সেবক হতে চাই। সেদিন যদি জনগণের সেবা করতে পারি, জনগণের প্রয়োজনে সাড়া দিতে পারি, সেদিনই জীবনকে স্বার্থক মনে করব। এমন বাংলাদেশ বিনির্মাণে সকলকে পাশে চাই। ছাত্র-জনতার অবদানকে স্মরণ করে তিনি বলেন, ছাত্র-জনতার নেতৃত্বে এই জাতি দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে ইনশাআল্লাহ। তরুণ-যুব সমাজ চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত ও পেশীশক্তিমুক্ত নতুন দেশ চায়। আমরাও সাম্যের বাংলাদেশ চাই। এই প্রজন্ম বুকের রক্ত দিয়ে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। প্রয়োজনে আমরাও রক্ত দিয়ে হলেও এই স্বাধীনতা ধরে রাখব ইনশাআল্লাহ। ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকরের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোবারক হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলীম, অধ্যক্ষ মতিয়ার রহমান, আবু তালেব, ড. হাবিবুর রহমান প্রমুখ। আরটিভি/এএএ   
ঝিনাইদহে আ.লীগ নেতাসহ দুজনের লাশ কবর থেকে উত্তোলন
কুষ্টিয়ায় চালের বাজার মনিটরিংয়ে ডিসি
যশোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
যশোরে ৩ দিনব্যাপী গুড় মেলার উদ্বোধন
‘স্বাদে সেরা গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা’—এ প্রতিপাদ্যকে তুলে ধরে শুরু হয়েছে তিন দিনব্যাপী গুড় মেলা।  বুধবার (১৫ জানুয়ারি) যশোরের চৌগাছা উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।  এরপর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় স্টল মালিক, গাছি ও ব্যবসায়ীদের সঙ্গে ভেজালমুক্ত গুড় তৈরি ও সঠিক কৌশলে বাজার জাতকরণ বিষয়ে কথা বলেন তিনি। মেলা উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলার আয়োজক সুস্মিতা সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোর্শেদ, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। মেলায় গুড়, পাটালিসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর ৪০টির মতো স্টল বসেছে। আগামী শুক্রবার তিন দিনের এ গুড় মেলা শেষ হবে। মেলায় সুলভমূল্যে ভেজালমুক্ত গুড় কেনার সুযোগ থাকছে। আরটিভি/এএএ-টি 
পাইকগাছায় ১৪ মামলার আসামি গ্রেপ্তার
খুলনার পাইকগাছা থানা পুলিশ অস্ত্র, ডাকাতি ও চুরিসহ ১৪ আসামি জীবন সরদারকে (৩০) স্থানীয় জনতার সহাতায় গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের কামরুল সরদারের ছেলে।দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে এসআই হাফিজুর রহমান, এসআই বাবলা দাস ও এএসআই পলাশ শেখ স্থানীয় জনতার সহাতায় মৌখালী খেলার মাঠ থেকে তাকে গ্রেপ্তার করেন।  পাইকগাছা থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন সবজেল হোসেন জানান, ধৃত আসামি জীবন সরদার দুর্দান্ত প্রকৃতির অপরাধী। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে। তার নামে ১টি অস্ত্র মামলা, ১টি ডাকাতি, চারটি চুরি মামলার পরোয়ানা রয়েছে। এ ছাড়া পাইকগাছা থানাসহ বিভিন্ন থানায় নারী অপহরণ, দস্যুতাসহ ১৪টি মামলা চলমান আছে। আরটিভি/ডিসিএনই
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি সাবজেল হোসেন
খুলনা জেলায় মাসিক অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন। এছাড়াও সহকারী উপ-পুলিশ পরিদর্শক ক্যাটাগরিতে একই থানার আলতাফ হোসেন নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) খুলনার শিরোমণির পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার টি এম মোশারাফের হোসেনের সভাপতিত্বে ২০২৪ সালের ডিসেম্বর মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার টি এম মোশারাফ হোসেন বিদায়ী বছর  তুলনামূলক অপরাধ বিবরণী পর্যালোচনা করেন।  এসময় আইনশৃঙ্খলা -তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তা বিধানসহ আইন-শৃংখলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখায় ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) ক্যাটাগরিতে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেনকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত করেন। এছাড়াও এএসআই (নিঃ) ক্যাটাগরিতে পাইকগাছা থানার এএসআই (নিঃ) মো. আলতাফ মাহমুদ পুরুস্কার গ্রহন করেন। শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিতদের সনদপত্র ও নগদ অর্থ প্রদানের করেন পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও সকল থানার অফসার ইনচার্জ।
দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ, থানায় অভিযোগ 
কুষ্টিয়ায় গড়াই নদ খনন প্রকল্পের কার্যক্রম দুষ্কৃতকারীদের হুমকির কারণে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ড থেকে থানায় অভিযোগ দায়েরর দুদিন পরেও কোনো সুরাহা হয়নি। পুলিশ বলছে, অভিযোগের তদন্ত চলছে, হত্যার হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নদী খননকাজ না হলে হুমকির মুখে পড়বে সুন্দরবন ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীববৈচিত্র। সোমবার (১৩ জানুয়ারি) পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একজন ড্রেজার কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগে, রোববার রাতে দুষ্কৃতকারীরা কর্মকর্তাদের এ হুমকি দেন।    জানা গেছে, প্রমত্ত পদ্মার প্রধান শাখা নদী কুষ্টিয়ার গড়াই নদ। মাগুরা, রাজবাড়ি, ঝিনাইদহ, ফরিদপুর, যশোর ও খুলনা হয়ে এই নদ সুন্দরবনে মিশেছে। ঝড়-জলোচ্ছ্বাস থেকে বাংলাদেশকে রক্ষার ঢাল সুন্দরবন। লবণাক্ততা থেকে সুন্দরবন রক্ষায় মিঠা পানির সরবরাহ ও জীববৈচিত্র্য রক্ষায় গড়াই নদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শুষ্ক মৌসুমে গড়াইয়ের পানি প্রবাহ ঠিক রাখতে উৎসমুখ কুষ্টিয়ার তালবাড়িয়া থেকে খোকসা পর্যন্ত সাড়ে ৩৫ কিলোমিটার খনন কাজ চালিয়ে আসছে সরকার। পানি উন্নয়ন বোর্ডের অধীনে এক যুগেরও বেশি সময় ধরে গড়াই রক্ষার এ খনন প্রকল্প চলে আসছে। ১১০ কোটি টাকা ব্যায়ে বর্তমান প্রকল্পটি ২০১৮ সালে শুরু হয়। বিভিন্ন কারণে সময় বাড়িয়ে এ বছর ৩০ জুন কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ বছরের ৩ জানুয়ারি কাজ শুরুর কথা ছিল। ড্রেজার নামিয়ে খননকাজ শুরুর সব আয়োজন শেষ হওয়ার মুখে গত ১২ জানুয়ারি রাতে একদল দুষ্কৃতকারী মুখ বেঁধে নদীতে ড্রেজারের কাছে এসে কাজ বন্ধের জন্য কর্মকর্তাদের হত্যার হুমকি দেয়। জীবনের ভয়ে খননকাজ বন্ধ রেখেছে ড্রেজার কর্মকর্তারা।  ভেড়ামারার নির্বাহী প্রকৌশলী (ড্রেজার অপারেশন বিভাগ) সৈকত বিশ্বাস বলেন, গত সোমবার পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একজন ড্রেজার কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। দ্রুত কাজ শুরু করতে তারা জীবনের নিরাপত্তা ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, হুমকি দেওয়ার ঘটনা শোনার পর একজন পুলিশ অফিসারকে সেখানে পাঠানোসহ সব রকম তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের তদন্ত চলছে, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এএএ-টি 
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী মাঠ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  বুধবার (১৫ জানুয়ারি) সকালে সীমান্তবর্তী এলাকা থেকে ওই যুবকের রহস্যজনক লাশ উদ্ধার করে পুলিশ।  দর্শনা থানার সেকেন্ড অফিসার অনুজ কুমার জানান, লোকমুখে খবর পেয়ে দর্শনা সীমান্তের ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে তল্পাশি চালানো হয়। পরে সকাল ৮টার দিকে গ্রামের জহির হোসেনের জমিতে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করা হয়।  পুলিশ জানায়, উদ্ধার ব্যক্তি দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের এরশাদ আলির ছেলে নাজিম উদ্দীন (৩৮)।  দর্শনা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. হাবিব বলেন, ‘সীমান্তের জিরো পয়েন্ট থেকে প্রায় দুশ গজ বাংলাদেশের ভেতরে একটি জমিতে পড়ে ছিল ওই মরদেহ।’ দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান, ‘বাংলাদেশ সীমানায় নাজিমুদ্দিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’  মহেষপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি, নিহত ব্যাক্তির বড় ভাইয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, লেবারের কাজে গিয়ে হার্ট এটাকে মারা যায় বলে জানিয়েছে।’ আরটিভি/এমকে
কোটচাঁদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা
ঝিনাইদহের কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামে কাউসার আলী (৫০) নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ওই গ্রামে এ ঘটনা ঘটে।  বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার ওসি কবীর হোসেন মাতুব্বর। নিহত কাউসার আলী ওই গ্রামের মৃত লুৎফর লস্করের ছেলে। নিহতের স্ত্রী ওজোলা খাতুন জানান, রাত সাড়ে ১২টার দিকে ১৫ থেকে ২০ জন মুখোশধারী লোক বাড়িতে এসে তার স্বামীকে জোর করে তুলে নিয়ে যান। পরে চানপাড়া রেলগেট এলাকায় নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরিবারের সদস্যরা টের পেয়ে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত কাউসার কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার অন্যতম আসামি। এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি কবীর হোসেন মাতুব্বর বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে আমরা নিহতের বাড়িতে এসেছি। কী কারণে কারা হত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে।’ আরটিভি/এমকে/এআর