• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহ সদরের নতুনবাড়ি এলাকায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের উপজেলা পাড়ার আজিজুল ইসলামের ছেলে। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সকালে চট্টগ্রাম বন্দর থেকে সারবোঝাই একটি ট্রাক ঝিনাইদহ বিসিক শিল্পনগরী এলাকায় আসছিল। ঝিনাইদহের নতুনবাড়ি এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সারবোঝাই ট্রাকের চালক মারা যান। এ সময় আহত ২ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং অপর একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এদিকে দুর্ঘটনার ফলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে যানজট তৈরি হলে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর পুলিশ যানচলাচল স্বাভাবিক করে। মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আরটিভি/এফআই/এস
ছেলের মুখে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা শুনে মায়ের আত্মহত্যা
বিএনপি এককভাবে সরকার গঠন করতে চায় না: মির্জা ফখরুল
মাগুরায় উপজেলা মহিলা আ.লীগ সভাপতি গ্রেপ্তার
আওয়ামী ফ্যাসিস্টদের বিচার জনগণই করবে: গোলাম পরওয়ার
খুলনা বিভাগীয় বইমেলা শুরু ২৬ নভেম্বর
আগামী ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী খুলনা বিভাগীয় বইমেলা বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ও খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় জাতীয় গ্রন্থকেন্দ্র এ মেলার আয়োজন করছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে  খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ বলেন, জ্ঞানের বাহক হলো বই। তাই জ্ঞানভিত্তিক জাতি গড়তে নিয়মিত পাঠাভ্যাসের বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ই-বুকের পাশাপাশি কাগজে ছাপা বইয়ের প্রতিও আগ্রহ সৃষ্টি করতে হবে। মানুষের মাঝে পাঠাভ্যাস ফিরিয়ে আনতে বিভাগীয় বইমেলা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। অনুষ্ঠানে জানানো হয়, বইমেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে শুরু হয়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিন মেলা সকাল ১০টায় শুরু হয়ে একটানা রাত সাড়ে নয়টা পর্যন্ত চলবে। মেলার ৮০টি স্টলের মধ্যে ৬০টিতে ঢাকা থেকে আগত প্রকাশনীগুলোর বই প্রদর্শন ও বিক্রি করা হবে।   এছাড়া ১০টি স্টল খুলনা বিভাগের প্রকাশকদের, চারটি স্টল বিভিন্ন সরকারি অফিস ও দুইটি স্টল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বরাদ্দ থাকবে। মেলা প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া কর্নার, কবি-সাহিত্যিকদের জন্য লেখককুঞ্জ ও খাবারের স্টল থাকবে।   মেলা চলাকালে মেলা প্রাঙ্গণে অবস্থিত মঞ্চে আলোচনাসভা, সেমিনার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, বিষয়ভিত্তিক প্রবন্ধ পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোরদের জন্য কুইজসহ অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করা হবে। আগামী ২৬ নভেম্বর বিকেল তিনটায় মেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসেইন শওকত, বিভাগীয় গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান-কাম-উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান সহ খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আরটিভি/এএএ
স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী সোহাগ শেখ (৪০) পলাতক রয়েছে। নিহত ডলি বেগমের (৩৫) স্বামীর বাড়ী খুলনার রূপসা এলাকার হলেও স্বামী সোহাগের সঙ্গে বাগেরহাটের ফকিরহাটের লখপুরে একটি ভাড়া বাড়িতে বসবাস করতো। ডলি বেগম বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার মোক্তার মীরের মেয়ে।  বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে নিহতের মা বাদী হয়ে ফকিরহাট থানায় হত্যার অভিযোগ দায়ের করেছেন।  নিহতের মা নার্গিস বেগমসহ স্বজন জানান, বুধবার বিকেলে ডলি বেগমের স্বামী সোহাগ শেখ নিহতের মা ও নিকট আত্মীয়দের ফোন করে জানান, ডলি ঘুমের ট্যাবলেট খেয়েছে। তারা ফোন পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন ডলি বেগম মৃত অবস্থায় পড়ে আছে। ঘটনাস্থলে নিহতের স্বামীকে না পেয়ে তাকে ফোন করলে জানান তিনি যশোরে আছেন। তখন পুলিশকে অবহিত করলে তারা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করেন। পারিবারিক কলহে ডলির স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের মা নার্গিস বেগম নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় হত্যার অভিযোগ দায়ের করেছেন।  ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, বুধবার বিকেলে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। বৃহস্পতিবার সকালে মরদেহের ময়না তদন্ত বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের স্বামী শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা সম্ভব হবে।  আরটিভি/এএএ 
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস কারাগারে
নড়াইলে ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ হাদিউজ্জামান জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৪ আগস্ট নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে গুলি, বোমা ছোড়া ও খুন করার উদ্দেশে সমাবেশে আগতদের মারধর করার অভিযোগে সদর থানায় করা মামলার ৩ নম্বর আসামি সুবাস চন্দ্র বোস। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে সদর উপজেলার সীমাখালী-মালিবাগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে আগতদের খুন-জখম করার উদ্দেশে বোমা বর্ষণ ও গুলি চালান স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। ঘটনা উল্লেখ করে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফী বিন মর্তুজা, তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ করে এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করে গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ। গত ৫ নভেম্বর সুবাস বোস হাইকোর্টে এ মামলায় আগাম জামিন চাইলে আদালত তাকে জামিন না দিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হতে আদেশ দেন। সে আদেশ মোতাবেক তিনি বৃহস্পতিবার নড়াইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার জামিন না মঞ্জুরের খবরে আদালত চত্বরে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। কড়া পুলিশি নিরাপত্তায় দুপুর ২টার দিকে সুবাস বোসকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়।  
ভারতে পাচার হওয়া ২৪ বাংলাদেশিকে ফেরত
পাচার হওয়া ২৪ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোস্টে তাদের হস্তান্তর করা হয়। ফেরতের বিষয়টি তত্ত্বাবধান করে রাইটস যশোর, জাস্টিস এন্ড কেয়ার ও মহিলা আইনজীবী সমিতি নামে তিনটি এনজিও সংস্থা। পুলিশ ও মানবাধিকার কর্মকর্তারা জানায়, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে দালাল চক্র দুই থেকে সাত বছর আগে তাদের সীমান্ত পথে ভারতে নেয়। পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলে চলে আসে। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতীয় মানবাধিকার কর্মীরা তাদের ছাড়িয়ে বিভিন্ন শেল্টার হোমে রেখে দেয়। পরে দুই দেশের রাষ্ট্রীয় সহায়তায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা কিশোর ও কিশোরীরা সাতক্ষীরা, পটুয়াখালী, কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দা। এদের কেউ ভালো চাকরি, কেউ বাসাবাড়িতে কাজের কথা বলে নিয়ে গেলেও প্রতারণা করে ঝুঁকিপূর্ণ কাজে জোরপূর্বক ঢুকিয়ে দেওয়া হয়। পাচারকারীদের আস্তানা থেকে মুক্ত হয়ে দেশে ফিরতে পেরে খুশি উদ্ধার হওয়া বাংলাদেশিরা। বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা বাংলাদেশিদের পোর্টথানা থেকে গ্রহণ করেছে তিনটি এনজিও প্রতিষ্ঠান। তারা এই ২৪ জনকে আইনি সহায়তা ও কর্মসংস্থান ব্যবস্থা করে দেবে। আরটিভি/এএইচ/এস
নড়াইলে মদপানে স্কুলছাত্রীর মৃত্যু
নড়াইলের মহাজন গ্রামের মালোপাড়ায় মদপানে দশম শ্রেণির ছাত্রী পূজা করের (১৫) মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে তার মৃত্যু হলেও বুধবার দুপুরে খবরটি জানাজানি হয়।  পূজা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে। এ ঘটনায় অপর স্কুলছাত্রী ত্রিনয়নী বিশ্বাস (১৫) অসুস্থ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী আছেন। ত্রিনয়নী রাজবাড়ীর পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, কার্তিয়ানী পূজা উপলক্ষে পূজা ও তার খালাতো বোন ত্রিনয়নী মামাবাড়ি মহাজন গ্রামে বেড়াতে আসে। এরপর মঙ্গলবার দুজনে মদপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক পূজাকে মৃত ঘোষণা করেন।   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল জানান, পূজাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। ত্রিনয়নীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।  লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, বিষয়টির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। আরটিভি/এএএ   
পাইকগাছায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ
পাইকগাছা সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরবী রানী রায়ের বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।  বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থী ঋতুর নেতৃত্বে প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষক ভৈরবী রানী রায় গত ৭ মে পাইকগাছা সরকার বালিকা উচ্চবিদ্যালয় যোগদান করার পর থেকে মাসে এক দিন স্কুলে আসেন। বেতন নিয়ে চলে যাওয়ার সময় শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে, শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন, সিলেবাস, ক্লাস রুটিন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের সনদ, ছুটির নোটিশ কিছুই দেয় না বা পাই না।  বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক না থাকলে বিদ্যালয়ের সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে। কারণ, সবকিছু স্বাক্ষর করার মালিক প্রধান শিক্ষক, তিনি না থাকলে আমরা অসহায়, পারি না শিক্ষার্থীদের কৈফিয়ত বা অভিভাবকদের প্রশ্নের জবাব দিতে।  এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন ও থানার ওসি মো. সবজেল হোসেন ঘটনাস্থলে আসেন। এ সময় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার বিস্তারিত কথা বলেন আন্দোলনরত শিক্ষার্থী ঋতু ও অভিভাবক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ। সিনিয়র শিক্ষক আ. ওহাব সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এ সময় সকল সমস্যার কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সমাধান দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে ক্লাসে ফিরে যায়। আরটিভি/এএএ